দু’বার হোচট খেয়েও সফল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ, ভুল শুধরে নিল ইসরো

দু’বার হোচট খেয়েও সফল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ, ভুল শুধরে নিল ইসরো

বেঙ্গালুরু: দু’বার থমকে গিয়েও সফল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপন৷ শনিবার সপ্তমীর সকাল ৮টা, পরীক্ষামূলকভাবে মহাকাশের উদ্দশে পাড়ি দেওয়ার কথা ছিল গগনযানের৷ কিন্তু, উৎক্ষেপণের ঠিক ৫ সেকেন্ড আগে থেমে যায় কাউন্ডডাউন। এই আবহে ইসরো প্রধান এস সোমনাথ জানান, ইঞ্জিন ইগনিশনে গোলমালের জেরে  গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ স্থগিত করা হচ্ছে। ইসরো যে শীঘ্রই ‘ঘুরে দাঁড়াবে’, সেই বার্তাও দেন তিনি।

২০২৫ সালের গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার মহাকাশে নভোশ্চর পাঠানোর পরিকল্পনা করেছে ইসরো। সেই অভিযান বাস্তবায়িত করার আগে দু’বার হবে পরীক্ষামূলক উৎক্ষেপন৷ শনিবার সপ্তমীর সকালে প্রথম টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ করার কথা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার। সময় ছিল সকাল আটটা৷ তবে শেষ মুহূর্তে উৎক্ষেপণের সময় আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। কিন্তু সেই সময়ের মধ্যেও উৎক্ষেপণ সম্ভব হয়নি৷ পরে আরও ১৫ মিনিট সময় পিছিয়ে দেওয়া হয়৷ পরে ইসরো প্রধান জানান, আপাতত পরীক্ষামূলক উৎক্ষেপণ স্থগিত রাখা হচ্ছে। পরে পৌনে ১০টা নাগাদ উৎক্ষেপণে নয়া সময় ঘোষণ করেন ইসরো প্রধান৷ 

আপৎকালীন পরিস্থিতিতে মহাকাশচারীরা প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে পারবেন কি না, তা পরীক্ষা করে দেখার জন্যেই এই উৎক্ষেপণ৷ পরিকল্পনামাফিক গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ীই সব কাজ হয়েছে৷ 

শনিবার ইসরোর তরফে প্রথমে জানানো হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় জ্বালানি থেকে শক্তি উৎপন্ন না হওয়ায় মসৃণ ভাবে গগনযান উৎক্ষেপণের যে পরিকল্পনা ইসরো করেছিল, তা বাস্তবায়িত হয়নি। গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হলে দ্বিতীয় ধাপে ‘ব্যোমমিত্রা’ বলে একটি রোবটকে মহাকাশে পাঠানো হবে৷ সেই অভিযান সফল হলে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করবে ইসরো৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *