আজই অন্তিমযাত্রায় জেনারেল রাওয়াত, চোখের জলে CDS-কে বিদায় জানাবে দেশবাসী

আজই অন্তিমযাত্রায় জেনারেল রাওয়াত, চোখের জলে CDS-কে বিদায় জানাবে দেশবাসী

নয়াদিল্লি: তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ চপার দুর্ঘটনায় প্রয়াত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। আজ রাজধানী দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর৷ অভিশপ্ত ওই চপারে সিডিএস-এর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৪ জন৷ তাঁদের মধ্যে ভাগ্যক্রমে রক্ষা পয়েছেন একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ দুর্ঘটনায় প্রয়াত ১৩ জনের দেহ গতকালই সুলুর থেকে দিল্লির পালম বিমানঘাঁটিতে নিয়ে আসা হয়েছে৷ 

আরও পড়ুন- অর্ধদগ্ধ অবস্থায় শেষ মুহূর্তে জল চেয়েছিলেন রাওয়াত! জোটেনি সেটুকুও

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তিন সামরিক প্রধান৷ শুক্রবার সকালে ৭ কামরাজ মার্গে নিয়ে যাওয়া হবে জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের পার্থিব দেহ৷ সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সেখানেই তাঁদের দেহ শায়িত রাখা হবে৷ তাঁদের শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ, আত্মীয় পরিজন এবং বিশিষ্ট ব্যক্তিরা৷ সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেনারেল রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাবেন সেনা কর্মী এবং সেনা আধিকারিকরা৷ দুপুর দুটোয় শুরু হবে সস্ত্রীক জেনারেল রাওয়াতের অন্তিম যাত্রা। এর পর বিকেল ৪টের সময় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে জেনারেল রাওয়াতের ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে। অন্যদিকে, আজ সকাল ৯টায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে চপার দুর্ঘটনায় প্রায়ত ব্রিগেডিয়ার এলএস লিড্ডারের। 

সেনা সূত্রে খবর, এখনও পর্যন্ত তিনজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় বাকি দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে তাঁদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর জন্য ডিএনএ টেস্ট করা হতে পারে৷ দেহ শনাক্তকরণ সম্পন্ন হলেই দেহগুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =