মুম্বই: বর্তমান ক্রিকেট বিশ্বে তিনি নিশ্চিতভাবেই বাইশ গজের রাজা৷ তহে শুধু ক্রিকেটার হিসাবেই নয়, ব্যবসায়ী হিসাবেও দারুণ সফল তিনি। বেশ কিছু কোম্পানিতে অর্থ লগ্নি করেছেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার। কিং কোহলি যে সকল সংস্থায় লগ্নি করেছেন, তার মধ্যে একটি সংস্থা আনতে চলেছে আইপিও। সম্ভবত আগামী সপ্তাহ থেকেই খুলে যাবে এর সাবস্ক্রিপশন উইন্ডো৷
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা৷ চলতি মাসের ১৫ তারিখ আইপিও আনবে গো ডিজিট জেনারেল ইন্স্যুয়েরেন্স। এই সংস্থার লগ্নিকারীদের তালিকায় নাম রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক কিং কোহলির নাম। এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডারও তিনি। জানা যাচ্ছে, আইপিওর মাধ্যমে বাজার থেকে দেড় হাজার কোটি টাকা তোলার টার্গেট নিয়েছে গো ডিজিট জেনারেল ইন্স্যুয়েরেন্স। এর মধ্যে নতুন শেয়ার বিক্রির মাধ্যমে ১,২৫০ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। এছাড়াও সূত্রের খবর, অফার ফর সেল বা ওএফএসের জন্য বাজারে ১০.৯৪ কোটি শেয়ার ছাড়তে চলেছে বিরাটের সঙ্গে যুক্ত এই সংস্থা৷ যার দাম ২৫০ কোটি টাকা৷