CBI: সিবিআইয়ের আবেদন মঞ্জুর, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি রাজ্যপালের

সিবিআইয়ের আবেদন মঞ্জুর, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি রাজ্যপালের

কলকাতা:  নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে তদন্ত  চালাচ্ছে সিবিআই (CBI) এবং ইডি৷ ইতিমধ্যেই হেফাজতে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে নিয়ম অনুযায়ী তাঁর বিচারের ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন রয়েছে। এবার মিলল সেই অনুমতি৷ পার্থের বিরুদ্ধে তদন্তের আজ্ঞা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই শরগরম রাজ্য। ইতিমধ্য়েই জাল ফেলে একের পর এক রাঘব বোয়ালদের তুলে এনেছে ইডি-সিবিআই৷ সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়ম অনুযায়ী, রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিধানসভার অধ্যক্ষের পাশাপাশি রাজ্যপালের অনুমতির প্রয়োজন পড়ে। কারণ, রাজ্য়পালই রাজ্যের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান৷ সেই নিয়ম মেনেই রাজ্যপাল বোসের কাছে অনুমতি চেয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই আবেদনই মঞ্জুর করেন রাজ্যপাল৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত একবছরে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। গ্রেফতার হয়েছেন একের পর এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক, বিধায়ক, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। ধৃতদের জেরা করে রহস্যের শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।  

প্রায় এক বছর ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। বহুবার জামিনের আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি, আদালতে বারবার ধাক্কা খেতে হয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *