ফের রাজ্য-রাজভবন সংঘাত! দ্রুত PSC-র চেয়ারম্যান নিয়োগের নির্দেশ রাজ্যপালের

ফের রাজ্য-রাজভবন সংঘাত! দ্রুত PSC-র চেয়ারম্যান নিয়োগের নির্দেশ রাজ্যপালের

16774994c7b1cacd3182abf9a2e47aff

কলকাতা: নতুন ভাবে সংঘাতে জড়িয়েছে রাজভবন এবং নবান্ন৷ ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন’ (পিএসসি)-এর চেয়ারম্যান এবং সদস্য নিয়োগকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাজভবন থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে৷ রাজভবনের তরফে আরও জানানো হয়েছে, রাজভবনের ‘শান্তিকক্ষে’ অ বিষয়ে অনেক অভিযোগ জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, পিএসসি-র চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগ না করায় যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পাচ্ছেন না। এমন অভিযোগ পাওয়ার পরেই রাজ্যকে দ্রুত নিয়োগের নির্দেশ দেন রাজ্যপাল। পিএসসি-তে নিয়োগের ক্ষেত্রে রাজ্য বিলম্ব করছে বলেও উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *