হিজাব মামলা: প্রধান বিচারপতিকে প্রাণনাশের হুমকি! Y-ক্যাটাগরির নিরাপত্তা দিলেন মুখ্যমন্ত্রী

হিজাব মামলা: প্রধান বিচারপতিকে প্রাণনাশের হুমকি! Y-ক্যাটাগরির নিরাপত্তা দিলেন মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু:  হিজাব বিতর্কে রায় বেরতেই প্রাণ নাশের হুমকি দেওয়া হল কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থিকে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  এরপরই ক৪ণটক হাইকোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতিকে Y-ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা জানায় কর্নাটক সরকার। রবিবারই সেকথা ঘোষণা করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণা দীক্ষিত ও খাজি এম জাইবুন্নিসাকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি৷ 

আরও পড়ুন- এবার রান্নার গ্যাসেও তৎকাল! মাত্র ২ ঘণ্টার মিলবে সিলিন্ডার, কী ভাবে? জানুন..

সম্প্রতি হিজাব মামলায় রায় ঘোষণা করে কর্নাটক হাইকোর্ট। সেই রায় আবেদনকারীদের বিরুদ্ধে যায়৷ আদালত সাফ জানায়, হিজাব বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়৷ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া অন্য পোশাক পরা যাবে না৷ হিজাবের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে৷ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক তরুণী। এরই মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়৷ যেখানে জাব মামলার রায়দানকারী বিচারপতিদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এটি গণতন্ত্রের একটি উদ্বেগজনক৷ আমাদের নিশ্চিত করা উচিত যে এই ধরণের দেশবিরোধী শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে। বিচার বিভাগের কারণেই দেশে আইনশৃঙ্খলা বহাল রয়েছে।’ এ পরেই তিন বিচারপতিকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ 

এদিন কর্নাটক হাইকোর্টের আইনজীবী উমাপতি এস একটি এফআইআর দায়ের করেন। তিনি জানান, সম্প্রতিই হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো মেসেজ তিনি পেয়েছেন। সেখানে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকেই হিজাব বিতর্ক নিয়ে উত্তাল কর্নাটক। সেই আঁচ লেগেছে গোটা দেশের গায়েই।  হাইকোর্টে মামলার নিষ্পত্তির পরেও আশান্তির অবসান ঘটছে না৷