আমেদাবাদ: প্রায় শেষের পথে শীতের ইনিংস৷ তলপি-তলপা গুটিয়ে এক বছরের জন্য বিদায় নেওয়ার পালা৷ শীত যেতেই আসবে গরম৷ জানুয়ারীর শেষ থেকেই রাজ্যে শীত ছিল বাড়ন্ত৷ ফেব্রুয়ারিতে শীতের অস্তিত্ব নামমাত্র৷ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ৷ তেজ বাড়াচ্ছে সূয্যি মামা৷ তা বলে ফাগুনেই বৈশাখের চোখ রাঙানি? হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের হাল খানিকটা তেমনই৷ মাঝ ফেব্রুয়ারিতেই তাপমাত্রা ছুঁল ৪০ ডিগ্রির পারদ৷
আরও পড়ুন- কেঁপে উঠল উপত্যকা, সাত সকালে ভূমিকম্প জম্মু-কাশ্মীরে
বৃহস্পতিবার গুজরাতের ভুজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এক কথায় রেকর্ড৷ ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁয়েছে, এমন পরিস্থিতি ভুজে এই প্রথম। শুধু ভুজ কেন, গোটা দেশে কখনও ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা এমন তুঙ্গে উঠেছিল কিনা, তা মনে নেই কারও৷ তাই তথ্য ঘাঁটতে বসেছেন আবহবিদরা। কথায় বলে, মর্নিং শোজ দ্য ডে। এই প্রবাদ সত্যি হলে গ্রীষ্মকালে এলে কী হবে, সেটা ভাবলেই শিউরে ওঠছে ভুজবাসী৷ এক হাল রাজস্থান এবং মহারাষ্ট্রেও৷ একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। গুজরাতের আহমেদাবাদ, মুম্বইয়ের সান্তাক্রুজ- দুই জায়গাতেই তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। উল্লেখ্য বিষয় হল, অতর্কিতে লাফিয়ে বাড়ছে পারদ। বৃহস্পতিবারও ভুজের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা দুপুরে আচমকা বেড়ে দাঁড়ায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাত্ কয়েক ঘণ্টার ফারাকে প্রায় ২৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি! যা কল্পনা করা যায় না৷
অতর্কিতে পারদ লাফ না দিলে, এই সময় ভুজের সর্বোচ্চ তাপমাত্রা থাকত ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশের উপরে উঠলে এবং তা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি হলে, আবহিদরা তাকে তাপপ্রবাহ আখ্যা দিয়ে থাকেন। গ্রীষ্ম আসার আগে ফাল্গুনেই জোড়া শর্ত পূরণ হয়ে গেল। নয়াদিল্লির মৌসম ভবনের আবহবিদ রাজেন্দ্র জেনামণি জানান, গত বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে গুজরাতের তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছিল। সেই তুলনায় এ বার একমাস আগেই ৪০ পার হয়ে গেল৷ ফেব্রুয়ারের মাঝে গুজরাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছে বাংলা৷ কারণ এ রাজ্যেও পারজ উর্ধ্বমুখী৷ তবে এতটাও বাড়বাড়ন্ত ঘটেনি৷ কিন্তু গ্রীষ্ণ আসার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই চিন্তায় গোটা রাজ্যবাসী৷
কলকাতায় এখন থেকেই দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ পুরোপুরি উধাও হবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
