এই উক্তি ব্যবহার করে শিক্ষা-গুরুকে জানান  শিক্ষক দিবসের শুভেচ্ছা

সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষেই এই দিনকে পালন করা হয় শিক্ষক দিবস হিসাবে। এ বছর তাঁর ১৩৩ তম জন্মদিন। ভারতে ২০ শতকের শুরু থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে। বিশ্বের শিক্ষক দিবস পালিত হয় ৫ অক্টোবর তারিখে। এপিজে আবদুল কালাম বলেছিলেন জীবনের উন্নতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে তিনজনের ভূমিকা থাকে, পিতা-মাতা ও শিক্ষক। তাঁদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাবেন কিভাবে, তা জেনে নিন।

 

নিজস্ব প্রতিবেদন: সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষেই এই দিনকে পালন করা হয় শিক্ষক দিবস হিসাবে। এ বছর তাঁর ১৩৩ তম জন্মদিন। ভারতে ২০ শতকের শুরু থেকে এই দিনটি পালন করা হয়ে আসছে। বিশ্বের শিক্ষক দিবস পালিত হয় ৫ অক্টোবর তারিখে। এপিজে আবদুল কালাম বলেছিলেন জীবনের উন্নতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে তিনজনের ভূমিকা থাকে, পিতা-মাতা ও শিক্ষক। তাঁদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাবেন কিভাবে, তা জেনে নিন।

নিচে দেওয়া এই কোট্‌স গুলি ব্যবহার করে শুভেচ্ছা জানানো যেতে পারে —
 

১.মনে রাখবেন একটা বই, একটা পেন, একজন বাচ্চা এবং একজন শিক্ষক সারা বিশ্বের ছবিটাই বদলে দিতে পারে- মালালা ইউসুফজাই
২. একজন সাধারণ শিক্ষক যেখানে শুধু চোখ-কান বন্ধ করে পড়িয়ে যান, সেখানে একজন আদর্শ শিক্ষক ছাত্রা-ছাত্রীদের নানা ভাবে অনুপ্রাণিত করেন। শুধু তাই নয়, পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাও একজন প্রকৃত শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ – উইলিয়াম আর্থার ওয়ার্ড
৩. একজন প্রকৃত শিক্ষক সেই, যিনি ছাত্র-ছাত্রীদের ভালবেসে পড়াশোনা করতে অনুপ্রাণিত করেন। ব্যর্থতার দিনে পাশে থাকেন এবং পড়াতে পড়াতে ছাত্রদের কাল্পনিক শক্তিকে বাড়িয়ে তোলেন – ব্র্যাড হেনরি রিড

 

৪. খুব ছোট বয়স থেকেই শিক্ষক-শিক্ষিকারা বাচ্চাদের ঠিক পথে এগিয়ে নিয়ে যান বলেই সমাজ ভুল পথে যাওয়ার সুযোগ পায় না। বাচ্চারা, বড়দের সম্মান করতে শেখে। সমাজ এবং দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেই জ্ঞান লাভ করে। তাই তো এত যুদ্ধ এবং দাঙ্গার পরে এই পৃথিবী শেষ হয়ে যায়নি – সক্রেটিস
৫. প্রযুক্তি হল সেই মাধ্যম, যা অনেককে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। কিন্তু একজন শিক্ষক প্রকৃত মানুষ গড়ে তোলেন – বিল গেটস

বর্তমানে যেকোনও শুভেচ্ছা জানাতেই ফেসবুক পোস্টে লেখার ঢল দেখা যায়। এক্ষেত্রে শিক্ষক দিবসের দিন নিচের কোট্‌স গুলি ব্যবহার করে স্টেটাস দেওয়া যেতে পারে —

১. যে কোনও সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীর পিছনে যে একজন শিক্ষকের অবদান রয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই – নরেন্দ্র মোদী
২. শিক্ষক-শিক্ষিকাকে প্রশ্ন করতে ভয় পাবেন না। কারণ, প্রশ্ন করলে তবেই না জ্ঞানের বিকাশ ঘটবে – আলবার্ট আইনস্টাইন
৩. সাধারণ শিক্ষকেরা জটিলকে সহজ করার রাস্তা জানেন না, যেখানে একজন প্রকৃত শিক্ষক কঠিনকে এতটাই সহজ ভাবে ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন যে পড়াশনার প্রতি যে ভীতি রয়েছে তা নিমেষে উধাও হয়ে যায় – রবার্ট ব্রোল্ট
৪. নতুন কিছু শেখার সময় আমাদের মস্তিষ্ক না ভয় পায়, না ক্লান্ত হয়ে পড়ে। বরং প্রতিবারই নতুন উদ্যমে কিছু না কিছু শিখে চলে। তাই তো শেখার ইচ্ছাকে মেরে ফেলাটা পাপ- লিওনার্দো দা ভিঞ্চি
৫. আমার মনে হয় একজন শিক্ষক হিসেবে আমি প্রতি মুহূর্তে দেশ গঠনের কাজ করে চলেছি- এ পি জে আবদুল কালাম

পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সময় কাটানোর কথা স্মরণ করেও পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে তাঁদের অবদানের কথা উল্লেখ করলে খুব ভাল হয়। শিক্ষকদের সঙ্গে একটা সময়ের পর ছাত্রছাত্রীদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে যায়, সেক্ষেত্রে খুব ব্যক্তিগত কিছু স্মৃতির উল্লেখ করে শিক্ষক কিংবা শিক্ষিকাকে ব্যক্তিগত মেসেজ পাঠাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 6 =