নাতাশার সঙ্গে বিচ্ছেদ, ছেলের সঙ্গে প্রথম দেখা, কী করলেন হার্দিক?Hardik Pandya with son

Hardik Pandya with son কলকাতা: নাতাসা স্টানকোভিচের সঙ্গে বেশ কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়ার৷ এর পর থেকে ছেলে অগাস্ত্যর সঙ্গে একবারও দেখা হয়নি তাঁর৷ …

Hardik Pandya with son 

Hardik Pandya with son

কলকাতা: নাতাসা স্টানকোভিচের সঙ্গে বেশ কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে হার্দিক পান্ডিয়ার৷ এর পর থেকে ছেলে অগাস্ত্যর সঙ্গে একবারও দেখা হয়নি তাঁর৷  এতদিন পর অবশেষে এক সঙ্গে এক ফ্রেমে ধরা পড়লেন বাবা ও ছেলে৷ তাঁদের পুর্মিলনের সেই মুহূর্তের সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল৷ (Hardik Pandya with son )

Hardik Pandya with son

ছেলের সঙ্গে হার্দিক Hardik Pandya with son

বাংলাদেশের সঙ্গে টি২০ সিরিজে শুরু হওয়ার আগে পরিবারের সঙ্গেই বেশ কিছুটা সময় কাটিয়ে নিলেন ভারতের এই তারকা ক্রিকেটার৷ একটা বিষয় বলে রাখা ভালো, নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদ হলেও নিজেদের সন্তানকে তাঁরা যৌথ ভাবে মানুষ করবেন বলেই জানিয়েছেন। কিছুদিন আগেই নাতাশা নিজে গিয়ে অগাস্তক্য হার্দিকের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলেন। সেই সময় হার্দিকের কাকিমা তার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন। আর আগে অবশ্য ছেলেকে নিয়ে সাইবেরিয়া উড়ে গিয়েছিলেন নাতাশা। সেখানেই ছেলের জন্মদিনও পালন করেন৷ তার পর ভারতে ফেরেন নাতাশা৷ এদিন, ছেলের পাশাপাশি ভাইপোর সঙ্গেও দেখা যায় হার্দিককে৷

 

আরও পড়ুন-

এগিয়ে গিয়েও লাল-হলুদ পতন! 

৬৩২ দিন পর টেস্টে ফিরে শতরান ঋষভের! 

৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ললিতের,

চিনের ‘প্রাচীর’ গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ভারত,

Hardik Pandya with son
হার্দিক-অগাস্ত্য

Sports: In a heartwarming moment, Hardik Pandya reunites with his son Agastya for the first time since his split from Natasa Stankovic. This touching reunion was captured and went viral on social media. Pandya takes time off before the T20 series against Bangladesh.