হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পড়ুয়াদের হাতেকলমে শিক্ষা, পৌঁছল বাঁকুড়ার গ্রামে

হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পড়ুয়াদের হাতেকলমে শিক্ষা, পৌঁছল বাঁকুড়ার গ্রামে

কলকাতা: উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরের হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন জায়গা পরিদর্শনের পাশাপাশি ছাত্রছাত্রীরা এসে পৌঁছন পাঁচমুড়া গ্রামে৷ এই গ্রাম টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত৷ বুধবার থেকে তিন দিনব্যাপী এই শিক্ষামূলক ভ্রমণে ছাত্র-ছাত্রীদের হাতেকলমে জ্ঞান অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন- নতুন শিক্ষাবর্ষে রাজ্যে জাতীয় শিক্ষানীতি! নয়া নির্দেশিকা গেল বিশ্ববিদ্যালয়গুলির কাছে, বিতর্ক শিক্ষামহলে

বিভাগীয় প্রধান সুরজিৎ বিশ্বাস বলেন, পাঁচমুড়া গ্রামে ছাত্রছাত্রীদের হাতে কমলে শেখানো হচ্ছে সাংবাদিকতার কাজ৷ দেখানো হচ্ছে, কী ভাবে এখানকার টেরাকোটা শিল্পীরা কাজ করেন, কী ভাবে তাঁরা তাঁদের শিল্পকর্ম বিক্রি করেন৷ টেরাকোটা শিল্পের সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন, ভবিষ্যৎ প্রজন্ম এই পেশায় আসতে চাইছে কিনা, এই সমস্ত বিষয় ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে৷ তিনি আরও বলেন, মূলত টেলিভিশনে একটি ফিচার স্টোরি করতে গেলে কী ভাবে করতে হবে, সেটাই শেখানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষনবিশ সাংবাদিকদের৷ ভিডিয়োগ্রাফি করে তার উপর ভয়েস ওভার দিয়ে, পিস টু ক্যামেরা বা পিটিসি করে কী ভাবে ফিচার তৈরি করতে হবে তা হাতে কলমে শিখছেন পড়ুয়ারা৷ এটা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে কর্মসূচির মধ্যে রয়েছে বলেও জানান তিনি৷ স্টাডি ট্যুরে এই বিষয়গুলি শেখানো হয় বলেই জানান বিভাগীয় প্রধান৷