রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে৷  রাজীবের নিয়োগ পদ্ধতির বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন নব্যেন্দুকুমার বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল উচ্চ আদালত। প্রাধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, মিডিয়ায় প্রচার পেতেই এই মামলা৷ এখানে সাধারণ মানুষের স্বার্থ খর্ব হয়নি৷ 

আদালতে রাজ্যের বক্তব্য ছিল, আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। এই মামলার কোন গ্রহণযোগ্যতা নেই। এদিকে, মামলকারীর বক্তব্য ছিল, ‘‘গত ৭ জুন রাজীবের নিয়োগে সিলমোহর দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু, রাজ্য সঠিক পদ্ধতিতে এই নিয়োগ করেনি।’’ শুনানি শেষে রাজ্যের যুক্তিকই মান্যতা দেয় আদালত৷  মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘নিয়োগ নিয়ে রাজ্যের আইন জানেন? আইন কী বলছে? মামলাকারী কে? প্রচারে আসার জন্যই কি মামলা?’’ এর পরেই মামলাটি খারিজ করে দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

রাজ্য্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগ নিয়ে গোড়া থেকেই জটিলতা রয়েছে। এই পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীবের নাম প্রথম প্রস্তাব করেছিল নবান্ন। সেই প্রস্তাবে প্রথমেই সিলমোহর দিতে চায়নি রাজভবন। বরং আরও দু’টি নাম চেয়ে পাঠানো হয়৷ পরে অবশ্য রাজীবকেই রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের সম্মতি জানান রাজ্যপাল বোস। গত ৭ জুন রাজীবকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেন রাজ্যপাল। যদিও পরে রাজীব সিনহার নিয়োগ নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন। নতুন রাজ্য নির্বাচন কমিশনার সাধারণ মানুষের ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি বলেও মন্তব্য করেন সি ভি আনন্দ বোস৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + six =