কলকাতা: স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশে ববিতা সরকারের জায়গায় প্রিয়াঙ্কা সাউকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে চাকরি পান প্রিয়ঙ্কা। সেই চাকরির বিরোধিতা করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এসএসসি। কিন্তু, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারীর নিয়োগকে চ্যালেঞ্জ করে তার জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। সেই নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য গোপন করায় মেধা তালিকায় তিনি পিছিয়ে যান। এর পর ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর ববিতার জায়গা প্রিয়ঙ্কাকে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। তাদের বক্তব্য ছিল, ক্যাটেগরিভিত্তিক বিস্তারিত মেধাতালিকা যাচাই করলে প্রিয়ঙ্কা এই চাকরি পেতে পারেন না৷ সেই আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত। বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এদিন জানায়, এই মামলায় আগেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে নিয়েছিল কমিশন। সেই অনুযায়ী প্রিয়ঙ্কা চাকরিও পেয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে নতুন করে কমিশনের আবেদন কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিন আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হস্তক্ষেপ করতে চায়নি ডিভিশন বেঞ্চ।
ডিভিশন বেঞ্চের এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রিয়াঙ্কা সাউ ওই চাকরির যোগ্য দাবিদার। মেধা তালিকা অনুযায়ী তারই চাকরি পাওয়ার কথা।
বিচারপতিদের পর্যবেক্ষণ, পুরুষ এবং মহিলাভিত্তিক মেধাতালিকা বিচার করলে প্রিয়ঙ্কার চাকরি পাওয়ায় কোনও ভুল নেই। তাই তাঁর চাকরি বহাল থাকছে।