কলকাতা: কলকাতা হাই কোর্টের কর্মচারীদের কর্মবিরতির ডাক৷ থমকে আদালতের বিচারপ্রক্রিয়া। কর্মী বিক্ষোভে ভোগান্তির মুখে সাধারণ মানুষ।
আরও পড়ুন- এ যেন ‘ভ্রান্তিবিলাস’! একসঙ্গে থাকতে যমজ ভাইকে বিয়ে করলেন যমজ বোন
মহার্ঘভাতা-সহ অন্যান্য প্রাপ্য সুবিধার দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন কলকাতা হাই কোর্টের কর্মীচারীরা। হাই কোর্টের বি গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেছে কর্মচারীদের ছ’টি সংগঠনের মধ্যে পাঁচ সংগঠনের কর্মীরা। কলকাতা হাই কোর্টের ওই পাঁচ সংগঠনের প্রায় ৩০০ জন স্থায়ী কর্মচারী এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, তাঁদের ন্যায্য মহার্ঘভাতা দিতে হবে৷ সরকারের নতুন পে কমিশন অনুযায়ী বেতনও দেওয়া হচ্ছে না তাঁদের৷ এই দাবি তুলেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
কর্মীদের কর্মবিরতির জেরে বিচারপতিদের মধ্যেও অনেকে বুধবার এজলাসে আসেননি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ অন্যান্য কয়েক জন বিচারপতির বেঞ্চ বসলেও অধিকাংশ মামলার শুনানিই মুলতুবি করে দেওয়া হয়েছে৷ এক কথায় থমকে গিয়েছে উচ্চ আদালতের কাজকর্ম৷ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>