কলকাতা: সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করার নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট। ১৪৪ ধারার পরিবর্তে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়াতে আরও বেশি সিসি ক্যামেরা ও ড্রোন বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের পর্যবেক্ষণ, সন্দেশখালিতে আর ১৪৪ ধারা বজায় রাখার প্রয়োজন নেই৷
বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু এখানে পুরো এলাকা জুড়েই ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ করা হল। সেই সঙ্গে আদালতের নির্দেশ, ওই এলাকায় আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে। এই বিষয়ে মামলা করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ এদিনের রায় ঘোষণার সঙ্গে সন্দেশখালি নিয়ে শুভেন্দু অধিকারীর মামলার নিষ্পত্তিও করে দিলেন বিচারপতি সেনগুপ্ত। তাঁর পর্যবেক্ষণ, যে হেতু ১৪৪ ধারা খারিজ করা হল, তাই ওই মামলারও আর গ্রহণযোগ্যতা থাকল না৷