কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক কোন বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ? তথ্য চেয়ে পাঠাল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সাতদিনের মধ্যে এই বিষয়ে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ সোমবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। শুনানিপর্বে আদালত সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চায়, প্রাথমিকে যে ২৬৯ জনকে অবৈধভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছে, শুধু সেই বিষয়টি, না কি গোটা নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি সিবিআই-এর স্ক্যানারে রয়েছে? এক সপ্তাহের মধ্যে এই প্রশ্নেরই জবাব দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির বেশ কয়েকটি মামলায় তদন্ত করছে সিবিআই। নিয়োগ কেলেঙ্কারি নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাতেও রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এবার এবিষয়ে আগামী ১৫ মে’র মধ্যে কলকাতা হাই কোর্টের প্রাধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>