টেট-উত্তীর্ণদের পাশে থাকার বার্তা দিয়ে এবার রাস্তায় প্রধান শিক্ষক-শিক্ষিকারা

টেট-উত্তীর্ণদের পাশে থাকার বার্তা দিয়ে এবার রাস্তায় প্রধান শিক্ষক-শিক্ষিকারা

কলকাতা: চাকরি প্রার্থীদের পাশাপাশি এবার রাস্তায় প্রধান শিক্ষকরাও৷ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েই রাস্তায় নামলেন তাঁরা৷ সল্টলেকের করুণাময়ীতেই অবস্থানে বসেছেন প্রধান শিক্ষকরা৷ দীর্ঘ দিন ধরে চলছে টেট উত্তীর্ণদের আন্দোলন৷ কেন নিয়োগ হচ্ছে না? কেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা? সেই প্রশ্ন তুলেই রাস্তায় প্রধান শিক্ষকদের সংগঠন৷ 

আরও পড়ুন- রাত পোহালেও অবস্থানে অনড় টেট-উত্তীর্ণরা, সাংবাদিক বৈঠকে যা বললেন পর্ষদ সভাপতি

প্রধান শিক্ষক সংগঠনের সম্পাদক চন্দন মাইতি বলেন, স্কুল এবং মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকারা আজ রাস্তায় সমবেত৷ আমরা স্কুলে গিয়ে দেখি শিক্ষক নেই৷ হবু শিক্ষক-শিক্ষিকারা পথে বসে আছে৷ আমরা চাই অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক৷ বারেবারে আলোচনার মাধ্যমে সমস্ত জটিলতা দূর করা হোক৷ আমাদের ডাকা হলে আমরাও পরামর্শ দিতে পারি৷ আমাদের ছাত্রছাত্রীরা রাতদিন জেগে রাস্তায় আন্দোলন করবে, এটা আমাদের কাছে যন্ত্রণার৷ তাঁরা শিক্ষক হতে চাইছে৷ এদিকে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা উপযুক্ত শিক্ষা পাবে না, সেটা মেনে নেওয়া সম্ভব নয়৷ তিনি আরও বলেন, ‘‘এখানে বেতন বঞ্চনাও রয়েছে৷ আমাদের যে বেতন দেওয়া হত, সেটা কেড়ে নেওয়া হচ্ছে৷ সে কারণেই আমরা পথে নেমেছি৷ প্রিন্সপাল সেক্রেটারি, কমিশনার অফ স্কুল এডুকেশন, শিক্ষামন্ত্রীর দফতরেও ডেপুটেশন দেওয়া হবে৷’’

এতদিন দেখা গিয়েছে রাস্তায় আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা৷ এদিন দেখা গেল ভিন্ন ছবি৷ করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে অবস্থানে বসেছেন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকারা৷ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সমবেত হয়েছেন তাঁরা৷ এটা বেনজির৷ তাঁদেরও দাবি নিয়োগ করতে হবে৷ কারণ বহু স্কুলে শিক্ষক নেই৷ পড়ানোর ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে৷