স্বাস্থ্যসাথীর দুর্নীতি হাতেনাতে ধরছে এআই, বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্যসাথীর দুর্নীতি হাতেনাতে ধরছে এআই, বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

কলকাতা: স্বাস্থ্যসাথী প্রকল্পে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে৷ প্যাকেজের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া থেকে বেসরকারি হাসপাতালে রেফার করে কমিশন নেওয়া, কিংবা রোগীকে ছুটি দিয়ে দেওয়ার পরেও কার্ড ব্লক করে রাখা। সরকারি প্রকল্পের এহেন দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের অনিয়মের হদিশ পেতে এবং তা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। আর এই দাওয়াই বেশ কাজেও লাগছে৷ 

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা নিয়ে যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে। হাসপাতালগুলিতে প্যাকেজ সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে৷ সম্প্রতি স্বাস্থ্যসাথী প্রকল্পে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বলা হয়েছে, এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে আর হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। সরকারি হাসপাতালেই চিকিৎসা করাতে হবে। একমাত্র যে ক্ষেত্রে সরকারি হাসপাতালে হাড়ের চিকিৎসার পরিকাঠামো নেই, তারা বেসরকারি হাসপাতালে রেফার করতে পারবে৷ যদিও পথ দুর্ঘটনায় কোনও ব্যক্তির হাড় ক্ষতিগ্রস্ত হলে তাঁদের চিকিৎসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না৷ 

অন্যদিকে স্বাস্থ্য দফতর জানাচ্ছে, রোগী হাসপাতালে ভর্তি না থাকা অবস্থায় তাঁর কার্ড ব্লক করে রাখা হচ্ছে কিনা, প্যাকেজের থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কিনা এসব অভিযোগের পাশাপাশি নানা অনিয়ম ঠেকাতে এআই প্রযুক্তি আনা হয়েছে৷ যা অত্যন্ত কার্যকরী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *