কলকাতা: সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা। প্রায় পাঁচ ঘণ্টা বৈঠকের পর অবশেষে কাটল জট৷ চিকিৎসকদের দাবি মেনে সিপি-র পদ থেকে আজ, মঙ্গলবারই সরানো হবে বিনীত গোয়েলকে। শুধু তাই নয়, ডাক্তারদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও অপসারণ করা হবে বলে ঘোষণা করেছেন। তবে এখনই উঠছে না ডুনিয়র ডাক্তারদের ধর্না৷
কালীঘাট থেকে বৈঠক সেরে ফের বিক্ষোভস্থলে ফিরে আসেন জুনিয়র ডাক্তাররা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, “আমাদের আন্দোলনের কাছে নতস্বীকার করেছে রাজ্য সরকার। ৩৮ দিন লড়াইের পর আমাদের জয় হল। এই জয় সাধারণ মানুষ থেকে চিকিৎসক, নার্স সকলের। সবাই আমাদের পাশে না থাকলে এই জয় সম্ভব হত না। আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।” সেই সঙ্গে তিনি এও বলেন, “মুখ্যমন্ত্রী আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে৷ আমরা ধর্না বিক্ষোভ নিয়ে কোনও সিদ্ধান্ত নেব না। সুপ্রিম কোর্টের শুনানির পর আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নেব। ”