কলকাতা: বৃষ্টি উধাও হতেই ফের লাফিয়ে বাড়ছে গরম৷ পারদ চড়তেই হাঁসফাঁস করা পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে৷ এরই মধ্যে শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার থেকে টানা তিন দিন রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। জ্যৈষ্ঠের গরমে দগ্ধ হবে প্রায় সবকটি জেলা। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পশ্চিমের দুই জেলা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। অন্যদিকে, ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আগামী শনি এবং রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷ তবে কলকাতায় তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই৷
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন ঘটতে পারে। রয়েছে বৃষ্টির সম্ভাবনা৷ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বৃষ্টির সম্ভানা রয়েছে। বারিধারায় ভিজে নামতে পারে তাপমাত্রার পারদ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও শুক্রবার তাপপ্রবাহ চলবে বলে আলিপুরের পূর্বাভাস। শুক্রবার উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে৷ তবে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
