কলকাতা: উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে বর্ষা। শুধু বাংলার উত্তরপ্রান্ত নয়, উত্তর-পূর্ব ভারতের প্রায় সব অংশেই শনিবার বর্ষার আগমন ঘটেছে। বাংলাদেশ-মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। ওই নিম্নচাপের প্রভাবেই বেশ কিছুদিন ধরে থমকে থাকা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই বাংলাদেশের বড় অংশেও বর্ষা ঢুকে পড়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপ শক্তি বাড়াবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি উপকূল অতিক্রম করতে পারে বলে হাওয়া অফিসের অনুমান। এই নিম্নচাপের ধাক্কায় ইতিমধ্যেই উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। আর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরেই রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল। তবে উত্তরে স্বস্তির বৃষ্টি আসলেও, দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে, সে সম্পর্কে স্পষ্ট জানাতে পারেনি আবহাওয়া দফতর৷
কেন্দ্রীয় আবহাওয়া দফতর শনিবার মৌসুমি বায়ুর অগ্রগতির যে রেখচিত্র প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, কোচবিহার সংলগ্ন অসমে বর্ষা অবস্থান করছে৷ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে, রাজ্যের পশ্চিম দিকের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সোমবারও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷