কলকাতা: টানা গরমের হাত থেকে অবশেষে মিলল খানিক স্বস্তি৷ বৃষ্টি নামল কলকাতার একাংশে। শুক্রবার বেলা ৩টের পর বৃষ্টিতে ভিজল শহর। দেশে বর্ষা ঢুকে পড়লেও, বাংলায় মৌসুমি বায়ু এসে পৌঁছয়নি। এদিকে, গত কয়েক দিন ধরেই জ্বালাপোড়া ধরা গরমে জ্বলছে কলকাতা-সহ রাজ্য। এই পরিস্থিতিতে কবে বর্ষা আসবে, সেই অপেক্ষাতেই রাজ্যবাসী। তহে বর্ষা ঢোকার আগেই বৃষ্টি নামায় খানিকটা স্বস্তি পেলেন শহরবাসী। তবে গরম থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গের। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের জন্য স্বস্তির খবর৷ উত্তরে বর্ষার আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ফলে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে গরমের অস্বস্তি বজায় থাকবে। থাকছে তাপপ্রবাহের সতর্কতাও। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানের দু’একটি এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্র এবং শনিবার উত্তরের দুই দেলা মালদহ এবং দুই দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে৷
দক্ষিণবঙ্গের দু’একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে অবশ্য স্বস্তি মিলবে না। শুক্রবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের দু’একটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে। তবে মঙ্গলবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের কিছু এলাকা বৃষ্টিতে ভিজতে পারে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
