কলকাতা: সন্দেশখালির ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সেখান থেকে যে সব ঘটনা উঠে আসছে, তাতে শিহরিত আদালত৷ মঙ্গলবার সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি অপূর্ব সিংহ রায় বলেন, ‘‘সন্দেশখালির দু’টি ঘটনায় আদালত বিচলিত। প্রথমত, অধিবাসীদের জমি দখল করা হয়েছে৷ দ্বিতীয়ত, সেখানকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। স্বতঃপ্রণোদিত ভাবে আদালত এই মামলা গ্রহণ করছে।’’ পাশাপাশি পরবর্তী শুনানির দিন রাজ্যের পাবলিক প্রসিকিউটার দেবাশিষ রায়কে এ ব্যাপারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।