উচ্চমাধ্যমিক: পরীক্ষাকেন্দ্র থাকবে মেটাল ডিটেক্টর, বন্ধ ইন্টারনেট! কড়া বিধি সংসদের

উচ্চমাধ্যমিক: পরীক্ষাকেন্দ্র থাকবে মেটাল ডিটেক্টর, বন্ধ ইন্টারনেট! কড়া বিধি সংসদের

কলকাতা: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষাকে কেন্দ্র করে  অপ্রীতিকর পরিস্থিতি রুখতে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ জারি হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ৷ ইন্টারনেট বন্ধ রাখা থেকে শুরু করে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের যাচাই করার বিষয়েও একগুচ্ছ করা নির্দেশিকা জারি করা হয়েছে৷

পরীক্ষায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে সংসদ৷ প্রথম পদক্ষেপ হিসেবে যে সমস্ত স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে, সেখানে মেটাল ডিটেক্টর মেশিন বসানোর ব্যবস্থা করা হয়েছে৷ অন্তত ২৫০টি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবস্থা রাখা হচ্ছে বলে খবর৷ একই সঙ্গে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার আগে ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷

পরীক্ষা শুরুর আগে এক ঘণ্টা বন্ধ রাখা হবে ইন্টারনেট৷ এছাড়াও এই প্রথম ২৫০ থেকে ৩০০টি পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর৷ শরীর স্পর্শ না করে মোবাইল চিহ্নিতকরণে এই ব্যবস্থা বলে জানানো হয়েছে৷ এর আগে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারের উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা৷ এবার সেই বিধি ভেঙে কোনও পরীক্ষার্থী যাতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে না পারেন, তার জন্য মেটাল ডিটেক্টর যন্ত্রের সাহায্য নেওয়া হবে৷

এছাড়াও যদি কোনও স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই টোকাটুকির মতো ঘটনা ঘটে, তাহলে স্কুলের অনুমোদন পর্যন্ত বাতিল করার সুপারিশ করা হয়েছে৷ মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে, তার রেজিস্ট্রেশন বাতিল করার পর্যন্ত করা হতে পারে বলে৷ পরীক্ষা কেন্দ্র অভব্য আচরণ কিংবা পরীক্ষাকেন্দ্র ভাংচুরের অভিযোগ উঠলে রেজিস্ট্রেশন বাতিল করার মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷
গত বছরের তুলনায় এবার ৫ হাজার পরীক্ষার্থী সংখ্যা কমেছে৷ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী৷ এক কড়া বিধির পর প্রশ্ন ফাঁস হওয়ার রোগ আদৌও কমবে? তাকিয়ে গোটা বাংলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *