কলকাতা: মাধ্যমিকে না থাকলেও এবার থেকে একাদশ শ্রেণিতে পড়া যাবে বৃত্তিশিক্ষার বিষয়। যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক স্তরে ভোকেশনাল কিংবা বৃত্তিশিক্ষার বিষয় নেননি, তাঁরাও এবার সরাসরি একাদশ শ্রেণিতে এই বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩ থেকে ২০২৫ সালে শিক্ষাবর্ষে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে৷
আরও পড়ুন- ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! ষড়যন্ত্র হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতির
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে একাদশ শ্রেণিতেও বৃত্তিশিক্ষার বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে। এর জন্য আর মাধ্যমিকে ভোকেশনাল বিষয়ে থাকা বাঞ্ছনীয় নয়। ভোকেশনাল বা বৃত্তিশিক্ষায় হেলথ কেয়ার, সিকিউরিটি, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, বিউটি অ্যান্ড ওয়েলনেস-সহ বেশ কিছু বিষয় পড়ানো হয়। এর সঙ্গে যে বিষয়গুলি যুক্ত হতে চলেছে সেগুলি হল- অরগানাইজড রিটেলিং, প্লাম্বিং,কনস্ট্রাকশন, এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার ইত্যাদি।
প্রসঙ্গত,দীর্ঘদিন ধরেই একাদশ শ্রেণিতে ভোকেশনাল বিষয় পড়ার দাবি জানানো হচ্ছিল। বিভিন্ন সংগঠনের তরফেও পর্ষদের কাছে একাধিকবার এই বিষয়ে প্রস্তাব রাখা হয়েছিল। অবশেষে মিলল সুরাহা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>