কলকাতা: সিজিও কমপ্লেক্স ঘুরে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বর্তমান ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল৷ জেলে কী ভাবে কাটল প্রাক্তন খাদ্যমন্ত্রীর প্রথম রাত?
সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে থাকার সময় রাতে ঘুমানোর জন্য গদি পেয়েছিলেন বালু। তবে প্রেসিডেন্সি জেলে সেটাও জুটল না৷ সেখানে বিশেষ কোনও ব্যবস্থাই ছিল না মন্ত্রীর জন্য৷ জেল কর্তৃপক্ষ তাঁর জন্য কেবল একটি কম্বল রেখেছিলেন৷ সূত্রের খবর, সেই কম্বল মাটিতে বিছিয়েই প্রেসিডেন্সির সেলে প্রথম রাত কাটান রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
সূত্রের খবর, প্রথমদিন রাতে জেলের সেলে ঘুম আসেনি বালুর। বেশিরভাগ সময়টাই মাটিতে পাতা কম্বলের উপর শুয়ে এপাশ ওপাশ করতে দেখা যায় তাঁকে। তবে ভোরের দিকে বেশ কয়েক ঘণ্টা ঘুমান তিনি। যদিও অসুস্থতার কারণে জেলে থাকলেও বাড়ির খাবার দেওয়া হবে তাঁকে। এই বিষয়ে আদালতের নির্দেশিকা রয়েছে।
প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, যে সেলে বালুকে রাখা হয়েছে, সেই সেলেই রয়েছেন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য ধৃতরা৷ ফলে এই সেলে রয়েছে কড়া নিরাপত্তা৷ তবে আপাতত অন্য কারও সঙ্গে সেল শেয়ার করতে হবে না জ্যোতিপ্রিয়কে৷ তবে জেলে খাটে শুতে চাইলে তাঁকে আলাদা করে আবেদন করতে হবে। তা না হলে মেঝেতেই কম্বল বিছিয়ে ঘুমতে হবে মন্ত্রীকে।