কাপ জিতলেই কোটি কোটি টাকার পুরস্কার, জানেন কত টাকা পাবে বিশ্বকাপ জয়ী দল?

কাপ জিতলেই কোটি কোটি টাকার পুরস্কার, জানেন কত টাকা পাবে বিশ্বকাপ জয়ী দল?

কলকাতা: মারাদোনাহীন ফুটবল বিশ্বে প্রথম বিশ্বকাপ৷ ২০২২ সালে বিশ্বকাপের আয়োজন করেছেন কাতার৷ আগামী ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনাল৷ ক্রোয়েশিয়াকে হারিয়ে ইতিমধ্যই ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা৷ কিন্তু জানেন কি পুরস্কার হিসাবে কত টাকা পাবেন বিশ্বকাপ জয়ী দল? কত টাকার পুরস্কার পাবেন সেরার সেরা থেকে কিছুটা পিছিয়ে থাকা দলগুলি? 

আরও পড়ুন- ফাইনালেই শেষ বিশ্বকাপ সফর, অবসরে যাচ্ছেন মেসি? জল্পনায় বিশ্ব

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ‘ফিফা’ বছরের শুরুতেই বিশ্বকাপের মোট পুরস্কার হিসাবে ৪৪০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬৪০ কোটি টাকা) দেওয়ার কথা ঘোষণা করেছিল। তার মধ্যে কাতার বিশ্বকাপে সেরার সেরা শিরোপা ছিনিয়ে বিজয়ীরা প্রাইজ মানি হিসাবে পাবেন ৪২ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩৪৭ কোটি টাকা৷ বিশ্বকাপ ফাইনালে পরাজিত দল অর্থাৎ রানার্সরা পাবেন ২৪৮ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য ২৪৮ কোটি টাকা৷ তৃতীয় স্থান দখলকারী দল পাবেন ২৭ মিলিয়ন ডলার বা ২২৩ কোটি টাকা৷ চতুর্থ স্থানাধিকারী দল পাবে ২০৬ কোটি টাকার পুরস্কার৷ 

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড৷ এই চার দল পারে ১৪০ কোটি টাকা (১৭ মিলিয়ন ডলার) করে৷ প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা প্রত্যেকটি দলকে ১০৭ কোটি টাকা (১৩ মিলিয়ন ডলার) করে দেবে ফিফা৷ যে দলগুলি গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে, তাঁদের জন্যেও পুরস্কারের বন্দ্যোবস্ত করেছে ফিফা৷ সেই দলগুলিও প্রত্যেকে ৭৪ কোটি টাকা (৯ মিলিয়ন ডলার) করে পাবে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলারের পুরস্কার। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা  ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লক্ষ ডলার। 

পুরস্কারের তুল্য মূল্যে অনেকটাই পিছিয়ে রয়েছে ক্রিকেট বিশ্বকাপ৷ ফুটবল বিশ্বকাপে খেলা দলগুলিকে যে পরিমাণ টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়, তার চেয়ে অনেক কম টাকা দেওয়া হয় ক্রিকেট বিশ্বকাপ খেলা বা আইপিএল খেলা দলগুলিকে। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপজয়ী ইংল্যান্ড পেয়েছিল মাত্র ৪ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় ২৮.৬ কোটি টাকা)। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড পেয়েছিল প্রায় ১৫ কোটি টাকা।

অন্যদিকে, ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল প্রতিযোগিতার প্রথম বছর চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস্‌ পেয়েছিল মাত্র ৪.৮ কোটি টাকা। সেই অঙ্ক বাড়তে বাড়তে এখন এসে দাঁড়িয়েছে ২০ কোটিতে। যা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলির প্রাপ্ত পুরস্কার মূল্য থেকেও অনেকটা কম।