কত পুরনো কলকাতা মহানগরী? এবার সেই কাহিনী শোনাবে নতুন সংগ্রহশালা

কত পুরনো কলকাতা মহানগরী? এবার সেই কাহিনী শোনাবে নতুন সংগ্রহশালা

কত পুরনো কলকাতা শহর? এর উত্তরে নানা মুনির নানা মত উঠে আসে। কেউ বলেন ৭০০ থেকে ৮০০ বছরের প্রাচীন এই শহর। আবার কোন গবেষণায় দাবি করা হয়েছে ১২০০ থেকে ১৩০০ বছরের প্রাচীন এই শহর। কিন্তু কোনটা ঠিক? কতটা প্রাচীন এই শহর তার কি নির্দিষ্ট কোন পরিসংখ্যান আছে? এবার তিলোত্তমার সমস্ত পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জানার জন্য তৈরি হচ্ছে সংগ্রহশালা। শতাব্দী প্রাচীন টাউন হলে পৌর নিগমের উদ্যোগে তৈরি হচ্ছে এই সংগ্রশালা। নতুন আর্কাইভ হলে কলকাতার বিস্তারিত ইতিহাস সংরক্ষিত থাকবে৷ সেই তথ্যভাণ্ডারের অধিকাংশই থাকবে ডিজিট্যাল সংস্করণ হিসাবে৷ সম্প্রতি একথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ তথা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার৷ 

  • কী কী তথ্য জানা যাবে বিশিষ্ট এই সংগ্রশালা থেকে?

জানা গিয়েছে কত বছর আগে তৈরি হয়েছিল তিলত্তমার এই ভূ-খন্ড? কত বছর আগে গড়ে উঠেছিল জনবসতি? এরকম আরো অনেক জানা অজানা তথ্য মিলবে নতুন আর্কাইভ হল থেকে। প্রাক ব্রিটিশ পর্ব কিংবা ইংরেজ আমল, স্বাধীনতা পরবর্তী সময় থেকে শিল্প, সাহিত্য, সঙ্গীত চর্চা সহ সবক্ষেত্রেই যেভাবে বদলেছে এই শহর, তার পুরোটাই স্থান পাবে আর্কাইভে। 

কলকাতা শহরের ভূখণ্ড আবিষ্কারের মত জনবসতি কত বছর আগে গড়ে উঠেছিল সে নিয়েও রয়েছে নানান মুনির নানান মত। কোন গবেষণা দাবি করেছে,পাঁচ হাজার বছর। আবার কারও মতে জনবসতির গোড়াপত্তন প্রায় দু’হাজার তিনশো বছর আগে।  আসল তথ্য কোনটা তা অবশ্য এক ছাদের তলায় আজও নিয়ে আসতে পারেননি গবেষকেরা। কোন বইয়েতেও এই তথ্য আজও লিপিবদ্ধ হয়নি।

তাই তিলোত্তমা জন্ম বৃত্তান্ত কে এক ছাতার তলায় আনতে আর্কাইভ তথা উৎকর্ষ কেন্দ্র গড়েছে কলকাতা পুরসভা। টাউন হলে তৈরি হবে ডিজিটাল গবেষণাকেন্দ্র। যেখান থেকে সকলে জানতে পারবে তিলোত্তমার আদি ইতিহাস সম্পর্কে। এই কাজে কত টাকা খরচ হবে জানেন? পৌর নিগমের থেকে পাওয়া সূত্রের খবরে জানা গিয়েছে, প্রিয় দু’কোটি টাকা বরাদ্দ করা হবে এই প্রকল্পে। কাজ করবেন চিত্রশিল্পী শুভাপ্রসন্নর নেতৃত্বে একটি টিম। 

কবে এই সংগ্রহশালার উন্মোচন হবে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয় বলে জানা গিয়েছে পৌরনিগম সূত্রে। কারণ কবে এই সংগ্রহশালার কাজ সম্পূর্ণ হবে এবং তা সাধারণের জন্য খুলে দেওয়া হবে তা নির্ভর করছে কোন সংস্থা টেন্ডার পাবে, তারা কীভাবে কাজ করবে, তার উপর।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 19 =