প্রশ্নপত্র জমা দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়ি ফিরল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ২ ঘণ্টা পর খাতা উদ্ধার

প্রশ্নপত্র জমা দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়ি ফিরল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ২ ঘণ্টা পর খাতা উদ্ধার

hs examinee

কলকাতা: আজব কাণ্ড! পরীক্ষা শেষে উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে বাড়ি ফিরলেন উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষকের হাতে প্রশ্নপত্র তুলে দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়ি চলে গেলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অর্থনীতি পরীক্ষার দিন এই ঘটনাটি ঘটে৷ সংশ্লিষ্ট ক্লাসঘরে পরীক্ষার্থীর সঙ্গে অর্থনীতির উত্তরপত্র মেলাতে গিয়ে মাথা ঘুরে যায় পরীক্ষকদের। অনেক চেষ্টা করে ‘হিসাব কষে’ তাঁর ওই পরীক্ষার্থীকে খুঁজে বার করেন।  প্রায় ২ ঘণ্টা পর ওই পরীক্ষার্থীর বাড়ি গিয়ে উত্তরপত্র উদ্ধার করে আনেন পরীক্ষকরা। মঙ্গলবার শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে ঘটনাটি ঘটে। ওই পরীক্ষার্থীর সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করে দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সংসদ সভাপতি বলেন, ‘‘ভুল করে হোক বা ইচ্ছাকৃত ভাবে, এই ভুল সংশোধনের জায়গা নেই। তবে ওই পরীক্ষার্থী অন্য পরীক্ষাগুলো দিতে পারবেন।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =