কলকাতা: কালীপুজোর আগে শুক্রবার সাতসকালে হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন৷ দাউ দাউ করে জ্বলছে গোডাউন। কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে গোটা এলাকা৷ আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৭টি ইঞ্জিন। চলছে জোর কদমে আগুন নেভানোর কাজ। ওই গুদামের ভিতরে দাহ্য পদার্থ আছে বলে মনে করা হচ্ছে৷ ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
এদিকে, যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প৷ ফলে আতঙ্ক ছড়িয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই পেট্রোল পাম্পটিকে বন্ধ করা হয়েছে। ফোরশোর রোডেরও একাংশও বন্ধ করে দেওয়া হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ফরশোর রোডের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। সেখান থেকেই কারখানা সংলগ্ন গুদামটিতে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে কী মজুত ছিল, তা অবশ্য জানা যায়নি। তবে স্থানীয়দের একাংশের দাবি, ওই গুদামটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস মজুত ছিল।