‘গদিওয়ালা চেয়ার বাদ দিয়ে SDO-BDO কে কাঠের চেয়ার দিলেই কাজ হবে!’ মন্তব্য হুমায়ুন কবীরের

‘গদিওয়ালা চেয়ার বাদ দিয়ে SDO-BDO কে কাঠের চেয়ার দিলেই কাজ হবে!’ মন্তব্য হুমায়ুন কবীরের

কলকাতা: জমে রয়েছে কাজের পাহাড়। কিন্তু মহকুমাশাসক (এসডিও) বা সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-রা নিজেদের দফতরেই বসে৷ কোনও কাজ বাকি, সে সম্পর্কে কোনও ধারণাই তো নেই। তাই এসডিও এবং বিডিওদের মোটা মোটা গদির চেয়ার সরিয়ে কাঠের চেয়ার দেওয়ার নিদান দিলেন ডেবারার তৃণমূল বিধায়র হুমায়ুন কবীর৷  

আরও পড়ুন- জমে রয়েছে মামলার পাহাড়, সিবিআই-এর চিন্তা বাড়াচ্ছে নতুন তদন্ত

এসডিও-বিডিওদের অফিসে বসে থাকার প্রবণতা নিয়ে ‘ক্ষোভ’ প্রকাশ করেছেন হুমায়ুন৷ জেলাশাসকের কাছে তাঁদের ‘উচিত শিক্ষা’ দেওয়ার আর্জিও জানিয়ে এসেছেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়কের পরামর্শ, এসডিও এবং বিডিওদের মোটা গদির চেয়ার সরিয়ে কাঠের চেয়ারে বসতে দেওয়া হোক। তাতে ভালো কাজ হবে৷ বাধ্য হয়ে বাইরে বেরবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। 

প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে নিজেদের জমি শক্ত করতে মরিয়া সব কটি রাজনৈতিক দল। সকলেই ব্যস্ত জনসংযোগে৷ স্থানীয়দের অভাব অভিযোগ শুনতে এলাকায় এলাকায় জনসংযোগ বাড়াচ্ছেন নেতা-মন্ত্রীরাও। সেই লক্ষ্যেই ডেবরার উন্নয়ন সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে বেরিয়েই এই বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবীর৷ যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়৷