বিয়ের উপহার হিসেবে স্ত্রীকে চাঁদের জমি কিনে দিলেন স্বামী, সুশান্তকে দেখে উদ্বুদ্ধ

২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছিলেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন শোহেব আহমেদ। নিজের বিয়েতে হবু স্ত্রীকে সারপ্রাইজ উপহার দিতে চেয়েছিলেন তিনি। অন্যান্যদের মতো গাড়ি, বাড়ি, গয়না কিংবা অন্যান্য জিনিসের থেকে কিছু আলাদা দিতে চেয়েছিলেন তিনি। অবশেষে অভিনেতার থেকে অনুপ্রাণিত হয়ে সোজা চাঁদে জমি কিনে হবু স্ত্রীকে তা উপহার দিনেল শোহেব।

 

রাওয়ালপিণ্ডি: ২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছিলেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন শোহেব আহমেদ। নিজের বিয়েতে হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন তিনি। অন্যান্যদের মতো গাড়ি, বাড়ি, গয়না কিংবা অন্যান্য জিনিসের থেকে কিছু আলাদা দিতে চেয়েছিলেন তিনি। অবশেষে অভিনেতার থেকে অনুপ্রাণিত হয়ে সোজা চাঁদে জমি কিনে হবু স্ত্রীকে তা উপহার দিনেল শোহেব।

রাওয়ালপিণ্ডিতে বসবাসকারী শোহেব আহমেদ চাঁদের ‘বাস্প সাগর’ অঞ্চলে এক একর জমি কেনেন। ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রির কাছ থেকে অফিসিয়াল ভাবে ওই জমি ক্রয় করেন তিনি। দাম পড়েছে ৪৫ ডলার। স্বামী শোহেবের কাছ থেকে উপহার স্বরূপ চাঁদের জমি পেয়ে খুশিতে আত্মহারা মাদিহা। শোহেবের কথায় তিনি আজীবন অন্য কিছু করতে আগ্রহী, সেক্ষেত্রে নিজের বিয়েটাও বাদ দিতে চাননি তিনি।

সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি চাঁদে জমি রয়েছে টম ক্রুজ, শাহরুখ খান প্রমুখ তারকাদের। এসব কিছু দেখেই শোহেব ভেবেছিলেন তিনিও চাঁদে জমি কিনবেন। যেমন ভাবা তেমন কাজ। চাঁদে জমি কিনতে পেরে উচ্ছ্বসিত আহমেদ দম্পতি খুশি ধরে রাখতে পারছেন না। মার্কিন ডাক পরিষেবার মাধ্যমে বাড়িতে বসেই তাঁরা চাঁদে জমি কেনার নথিপত্র পেয়েছেন। তবে শোহেবের আগেও এই কাজ কিন্তু করে ফেলেছেন আরেকজন ভারতীয়। রাজীব ভি বাগদি নামে এক ভারতীয় ব্যক্তি দাবি করেছিলেন, ২০০৩ সালে লুনার সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে ১৪০ ডলার খরচ করে তিনি চাঁদে জমি কিনেছিলেন। পাশাপাশি কয়েকদিন আগেই মঙ্গলে জমি কেনেন এক ভারতীয় তরুণ৷ ফলে জেলা, রাজ্য, দেশ, বিদেশের গণ্ডি ছাপিয়ে ভিন গ্রহে জমি কেনার হিরিক উত্তরোত্তর বেড়েই চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =