কলকাতা: শনিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা৷ ১১ বছরের খরা কাটিয়ে ট্রফি ঘরে তোলার লক্ষ্যে মাঠে নামবে মেন ইন ব্লু৷ অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে ঝাঁপাবে প্রোটিয়া ব্রিগেড। কিন্তু বার্বাডোজের মহারণে ভিলেন হয়ে দেখা দিতে পারে বৃষ্টি। স্থানীয় ওয়েদার রিপোর্টে অনুযায়ী, ফাইনাল শুরুর আগেই বৃষ্টি নামবে স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। তাহলে কীভাবে হবে মীমাংসা? কার হাতে উঠবে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নের ট্রফি?
আইসিসির নিয়ম অনুযায়ী, দুই দলের মিলিতভাবে ৪০ ওভার খেলা শেষে যদি দুই দলের রান সমান হয়, তাহলে সুপার ওভার হবে। সুপার ওভারেও যদি টাই হয়, তাহলে ফের সুপার ওভার খেলা হবে৷ সেই সুপার ওভারে যে দল জয়ী হবে, তাকেই চ্যাম্পিয়ন হিসাবে ধরে নেওয়া হবে। কিন্তু খেলা শুরুর আগে বা খেলার মাঝে বৃষ্টি নামে কী হবে?
ফাইনালের নিয়ম অনুযায়ী, শনিবার নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হলে অতিরিক্ত ৩ ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টি নামলেও এই ৩ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করা হবে। তবে ফলাফলের জন্য ন্যূনতম ১০ ওভারের ম্যাচ খেলতেই হবে। পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হলে শনিবার যেখানে খেলা শেষ হবে, রবিবার, অর্থাৎ রিজার্ভ ডে-তে সেখান থেকেই খেলা শুরু করতে হবে৷ আর শনিবার কোনও ভাবেই ফাইনালের বল যদি না গড়ায়, তাহলে রবিবার নতুন করে ম্যাচ হবে।