পাক রেঞ্জার্সদের হাতে গ্রেফতার ইমরান! কেন গ্রেফতার করা হল তাঁকে?

পাক রেঞ্জার্সদের হাতে গ্রেফতার ইমরান! কেন গ্রেফতার করা হল তাঁকে?

করাচি: গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্রের খবরে জানা যাচ্ছে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান। ‘আলকাদির ট্রাস্ট মামলা’ নামে এক জমি দুর্নীতি মামলায় জড়িয়ে যান ইমরান। আর সেই মামলারই এদিন শুনানি ছিল। হাইকোর্টে সেখানে হাজিরা দিয়েছিলেন ইমরান। সেখানে হাতেনাতে গ্রেফতার করে পাক রেঞ্জাররা।

এই ঘটনায় রীতিমত বিশৃঙ্খলা সৃষ্টি হয় ইসলামাবাদ হাইকোট চত্বরে। ইমরান অনুরাগীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সূত্রের খবর আরও জানা যাচ্ছে ইমরানের আইনজীবীকেও এদিন মারধর করা হয়। আইনজীবী এবং পাক রেঞ্জার্সদের মধ্যে বাদানুবাদে আহত হন আইনজীবী। ইমরান খানকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।  তাকে গ্রেফতার করার পর একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম সূত্রে।

কিন্তু তাকে গ্রেফতার করা হল কেন? লাখ টাকার এই প্রশ্নের উত্তরে মনে করা হচ্ছে… কিছুদিন আগেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী এসেছিলেন ভারত সফরে। সেই নিয়ে কটাক্ষ করেছিলেন ইমরান খান। তিনি বলেছিলেন, দেশের অর্থনীতি যখন সংকটের মুখে তখন বিদেশ সফরে জাওয়াটা কি একান্ত জরুরী? বিদেশ মন্ত্রী সফরে যাওয়ার আগে তিনি কি বিবেচনা করেছিলেন এই মুহূর্তে দেশের অর্থ অপচয় করে বিদেশ সফরে যাওয়াটা আদৌ উচিত কিনা? বিদেশ মন্ত্রীর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও আক্রমণ শানিয়ে ছিলেন ইমরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন রয়েছেন লন্ডন‌ে। রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতেই তিনি সেখানে হাজির হয়েছেন। তার এই সফরকে ভালো চোখে দেখেননি ইমরান। কটাক্ষ করেছিলেন।

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশ্যে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি সে দেশের প্রশাসন। আর তাই কি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হল? ওয়াকিবহাল মহল তো এমনটাই মনে করছে। যদিও ইমরান খানকে গ্রেফতারির বিষয়ে সে দেশের প্রশাসন এখনো মুখ খোলেনি।

ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই একের পর এক মামলায় ফাঁসেন ইমরান খান। অনাত্মা ভোটে হের যাওয়ার পর হাতছাড়া হয় প্রধানমন্ত্রী পদ যদিও তা চক্রান্তের শিকার বলে জানিয়েছিলেন প্রাক্তন পাক প্রধান মন্ত্রী। সব মিলিয়ে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা চলছে। এর আগে অন্যান্য বেশ কয়েকটি মামলায় তাঁকে গ্রেফতার করতে চেয়েছিল পাক পুলিশ। এমনকী তাঁর বাড়িরও দখল নেওয়া হয়েছিল। তবে, এর আগের প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রেফতারি এড়াতে পেরেছিলেন পিটিআই প্রধান। কিন্তু আর সম্ভব হলো না। এবার জমি দুর্নীতি মামলায় রেহাই মিলল না ইমরানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seventeen =