ইমরান খানের গ্রেফতারি বেআইনি, জানাল পাক সুপ্রিম কোর্ট

ইমরান খানের গ্রেফতারি বেআইনি, জানাল পাক সুপ্রিম কোর্ট

ইসালামাবাদ:  পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারিকে বেআইনি ঘোষণা করল পাকিস্তান সুপ্রিম কোর্ট। এর ফলে পাকিস্তান তেহেরিক ইনসাফ প্রধানের মুক্তির পথ প্রশস্ত হল বলাই যায়। পাকিস্তানের জিও টিভি সূত্রের খবর, বৃহস্পতিবার ইমরান খানকে আদালতে প্রস্তুত করার পরই এই রায় দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট। আদালতে ইমরান জানান, তাঁকে অপহর করে বন্দি করা হয়, লাঠি দিয়ে মারধরও করা হয়। তিন বিচারপতি বেঞ্চে ওঠে ইমরানের মামলা, সেখানেই বলা হয়, ইমরানের গ্রেফতারি কোনভাবেই আইনত নয়। প্রায় ১৫ জন দেহরক্ষীর কড়া বন্ধনে আদালতে পেশ করা হয় ইমরান খানকে। সেখানেই ইমরান খান কেমন আছেন জানতে চান বিচারপতি। তারপরেই বলা হয় কেন গ্রেফতার করা হল ইমরান খানকে। প্রশ্নের সদুত্তর না পেয়েই বলা হয়, খানকে গ্রেফতার করা কোনওভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। 

এদিকে ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে জ্বলছে গোটা পাকিস্তান। বিভিন্ন জায়াগায় বিক্ষোভ চলছে। চারিদিকে বিদ্রোহের নামে লুঠতরাজ জারি। দেশের আইন শৃঙ্খলার করুণ ছবি চোখে পড়ারই মতো। বিশ্লেষকদের মত, ইমরান খানকে বন্দি রাখলে পাকিস্তানের পরিস্থিতি আরও উদ্বেগজনক হতো।ইমরান খানের মুক্তির পথ প্রশস্ত করার নেপথ্যে থাকতে পারে পাকিস্তানের শান্তি স্থাপন। যেভাবে পাকিস্তান জ্বলছে, তাতে নতুন করে অশান্তি বহন করার অবস্থায় নেই পাক প্রশাসন বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 17 =