হাথরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১৬, কোথায় লুকিয়ে ‘ভোলেবাবা’? ধরতে মরিয়া পুলিশ

হাথরাস: হাথরাসে হাহাকার৷ মৃত্যু মিছিল৷ সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৬৷ বুধবার সকালেই স্বঘোষিত ধর্মীয় গুরুর আশ্রমে পৌঁছেছে গিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের বিরাট দল। কিন্তু…

hathras1

হাথরাস: হাথরাসে হাহাকার৷ মৃত্যু মিছিল৷ সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৬৷ বুধবার সকালেই স্বঘোষিত ধর্মীয় গুরুর আশ্রমে পৌঁছেছে গিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের বিরাট দল। কিন্তু ধর্মগুরুর সন্ধান এখনও মেলেনি৷

 

মঙ্গলবার স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানে নেমেছিল ভক্তের ঢল। সেই ‘সাকার বিশ্ব হরি ভোলে বাবা’ ঘটনার পর থেকেই নিখোঁজ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়েরকরা হয়েছে৷ পুলিশের অনুমান, ফুলরাই গ্রাম, অর্থাৎ যেখানে সৎসঙ্গের আয়োজনকরা হয়েছিল, সেখান থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীর আশ্রমে রয়েছেন ‘ভোলেবাবা’৷

 

হাথরাসে এখনও চলছে উদ্ধারকাজ। মৃত দেহের খোঁজে নামানো হয়েছে ডগ স্কোয়াড। ফরেন্সিক পরীক্ষাও করে দেখা হচ্ছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *