অশ্লীলতার ছড়াছড়ি, উল্লু-সহ ১৮ ওটিটি ও ১০ অ্যাপে কেন্দ্রের নিষেধাজ্ঞা

নয়াদিল্লি: ভারতে অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B Ministry) এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY)…

নয়াদিল্লি: ভারতে অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B Ministry) এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) যৌথ উদ্যোগে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১০টি মোবাইল অ্যাপ্লিকেশন, ১৯টি ওয়েবসাইট এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলি ‘ইরোটিক ওয়েব সিরিজ’-এর নামে ‘সফট পর্ন’ ছড়াচ্ছিল, যা তথ্যপ্রযুক্তি আইন এবং দেশের শালীনতা বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

কিশোর-কিশোরীরা প্রভাবিত

নিষিদ্ধ অ্যাপগুলির তালিকায় রয়েছে জনপ্রিয় কিছু নাম- উল্লু (Ullu), ALTT (ALTBalaji), Desiflix, Big Shots প্রভৃতি। বেশ কিছু অ্যাপ Google Play Store এবং Apple App Store-এও উপলব্ধ ছিল। কেন্দ্র জানিয়েছে, এই ধরনের কনটেন্ট সহজলভ্য হওয়ার ফলে কিশোর-কিশোরীরা সরাসরি প্রভাবিত হচ্ছে, যা উদ্বেগজনক।

সরকারি সূত্রের খবর, বহু অভিযোগ ও রিপোর্ট পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মগুলিকে পূর্বে সতর্ক করাও হয়েছিল, কিন্তু তারা উপযুক্ত কনটেন্ট মডারেশন না করায় শেষমেশ ব্লক করার সিদ্ধান্ত নিতে হয়।

অশ্লীলতা বরদাস্ত নয় India blocked 18 OTT platforms

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘‘সৃজনশীলতার নামে অশ্লীলতা, অভদ্রতা এবং অপব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ডিজিটাল কনটেন্টকে অবশ্যই আইন ও সামাজিক শালীনতার সীমার মধ্যে রাখতে হবে।’’

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ (যার মধ্যে ৭টি Google Play Store-এ এবং ৩টি Apple App Store-এ ছিল) এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যা অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়াচ্ছিল, সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।”

এই নিষেধাজ্ঞা মূলত কিশোর ও যুব সমাজকে এই ধরনের কনটেন্টের কুপ্রভাব থেকে রক্ষা করতেই। একইসঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা, ডিজিটাল মাধ্যমেও কনটেন্টে শালীনতা বজায় রাখা বাধ্যতামূলক।

India: India blocked 18 OTT platforms, 10 apps, 19 websites, & 57 social media accounts, including Ullu & ALTT, for explicit “soft porn” content. Joint I&B, MeitY action aims to curb obscenity and protect youth, emphasizing digital content must adhere to laws and decency norms.