দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা! চার মাস পর দৈনিক সংক্রমণ ৭০০ পার, মিলল মৃত্যুর খবরও

দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা! চার মাস পর দৈনিক সংক্রমণ ৭০০ পার, মিলল মৃত্যুর খবরও

নয়াদিল্লি: গত এক বছরে অনেকটাই কম ছিল করোনার দাপট৷ অনেকেই আশা করেছিলেন, এবার হয়তো পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে কোভিড-১৯৷ কিন্তু, তেমনটা ঘটেনি৷ এখনও বিশ্বজুড়ে জারি করেছে কোভিড-মৃত্যু৷ শুধু তাই নয়, আতঙ্ক ধরিয়ে দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পর ফের সাতশো পার৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫৪৷ এমনকি, কর্নাটকে এক করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যুও হয়েছে৷ 

আরও পড়ুন- ‘আমার একমাত্র ভুল সিএ হওয়া’, আক্ষেপ কেষ্টর হিসাবরক্ষক মণীশের, স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী

গত বছর নভেম্বরে শেষ বার ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৭০০ ছুঁয়েছিল৷ ২০২২ সালের ১২ নভেম্বর, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৪। কিন্তু সেই সময় পরিস্থিতি ভিন্ন ছিল৷ সংক্রমণ কমছিল। অর্থাৎ, কোভিড আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৭৩৪। কিন্তু, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে পরিসংখ্যান দেওয়া হল, তাতে দেশে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। গত কয়েক দিনে নিয়মিত হারে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৪,৬২৩ জন৷ 

আবহাওয়া বদলের এই সময় প্রতিবছরই অসুস্থতা বাড়ে। কিন্তু গত কয়েক মাসে প্রায় ঘরে ঘরে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দিয়েছে৷ যা হাজার ওষুধেও যাওয়ার নাম নিচ্ছে না। এর পাশাপাশি শিশুদের উপর পড়েছে অ্যাডিনো ভাইরাসের কোপ৷ সংক্রমণ এতটাই বেড়েছে যে, উপচে পড়েছে হাসপাতালের বেড৷ এরই মধ্যে করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধির খবরে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের  তথ্যে অনুযায়ী, বিদেশি পর্যটকদের শরীরেও করোনার উপস্থিতি প্রায়ই ধরা পড়ছে। বুধবারও অস্ট্রেলিয়া থেকে রাজস্থান সফরে আসা চার পর্যটকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে৷ বিদেশ থেকেও ঢুকে পড়ছে সংক্রমণ৷