দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও আক্রান্ত ২ কোটি পার, পড়ুয়া চিকিৎসকদের দ্বারস্থ কেন্দ্র

দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও আক্রান্ত ২ কোটি পার, পড়ুয়া চিকিৎসকদের দ্বারস্থ কেন্দ্র

নয়াদিল্লি: ভারতের আকাশে করোনার আস্ফালন৷ এখনও ভয়ঙ্কর করোনা পরিস্থিতি৷ বেলাগাম ভাবে বাড়ে চলেছে সংক্রমণ৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন৷ রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮৷ সোমবার সংক্রমণ কিছুটা কমে হয় ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭৷ 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা! রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের৷ সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪১৭ জনের৷ রবিবার মৃতের সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৮৯৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জনের৷ এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস রয়েছে ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩৷ এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লক্ষ ৮২ হাজার ৮৮৩ জন৷ এরই মধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন৷  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৯৮ জনের৷ তবে দৈনিক মৃত্যুর সংখ্যায় দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্রে৷ ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬৭ জনের৷ পাল্লা দিচ্ছে দিল্লিও৷ রাজধানীতে একদিনে মৃতের সংখ্যা ৪৪৮৷ 

আরও পড়ুন- ফের অক্সিজেনের সঙ্কট, কর্ণাটকে প্রাণ গেল ২৪ জনের, উত্তরপ্রদেশের মৃত ৫

এদিকে করোনা মোকাবিলায় পড়ুয়া চিকিৎসকদের সাহায্য নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ চিকিৎসকের সংখ্যা বাড়াতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ পডুয়া চিকিৎসকরা ১০০ দিন কাজ করলে সরকারি চাকরির ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করফে বলা হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 12 =