বছরে ৬৬ কোটি টাকা আয়কর দেন কোহলি, কিন্তু শীর্ষে কে জানেন?

মুম্বই: ভারতের অধিকাংশ ক্রিকেটারের সম্পত্তিই আকাশ ছোঁয়া৷ তাঁরা শুধু খেলার মাঠ থেকেই নয়, উপার্জন করেন বিজ্ঞাপন থেকেও৷ অর্থ আসে প্রচার থেকেও৷  কিন্তু জানেন কি বছরে…

মুম্বই: ভারতের অধিকাংশ ক্রিকেটারের সম্পত্তিই আকাশ ছোঁয়া৷ তাঁরা শুধু খেলার মাঠ থেকেই নয়, উপার্জন করেন বিজ্ঞাপন থেকেও৷ অর্থ আসে প্রচার থেকেও৷  কিন্তু জানেন কি বছরে কোন ক্রিকেটার কত কোটি টাকা আয়কর দেন? (Indian cricketer income tax)

 

তালিকার শীর্ষে বিরাট কোহলি

এই তালিকায় সবার আগে নাম আসে বিরাট কোহলির৷ জানা গিয়েছে, বছরে ৬৬ কোটি টাকা আয়কর দেন বিরাট৷ দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চার বছর আগে ক্রিকেট ছাড়লেও বিজ্ঞাপনের দৌলতে তাঁর উপার্জন অনেকটাই। বছরে ৩৮ কোটি টাকা আয়কর দেন মাহি৷

 

কত আয়কর দেন শচীন?

এর পরেই রয়েছেন ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকর৷ বছরে ২৮ কোটি টাকা আয়কর দেন মাস্টার ব্লাস্টার। সৌরভ গঙ্গোপাধ্যায়ও পিছিয়ে নেই৷ বছরে ২৩ কোটি টাকা আয়কর দিতে হয় তাঁকে। তবে বর্তমান ক্রিকেটারদের মধ্যে হার্দিক পাণ্ডিয়া ১৩ কোটি টাকা এবং ঋষভ পন্থ ১০ কোটি টাকা আয়কর দেন। তবে খ্যাতনামীদের মধ্যে শীর্ষে রয়েছেন শাহরুখ খান। বছরে ৯২ কোটি টাকা আয়কর দেন বলিউডের বাদশা৷

আরও পড়ুন-

রাহুলের সঙ্গে সাক্ষাত, কুস্তিগির বজরং

প্যারালিম্পিক্সে অবনীর হাত ধরে শ্যুটিং-এ সোনা এল

Sports: Sports Discover how much India’s top cricketers like Virat Kohli, MS Dhoni, and Sachin Tendulkar pay in taxes annually. Compare their earnings to Bollywood superstar Shah Rukh Khan.