সাফল্য মনপ্রীতদের! ৪১ বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনালে ভারত

সাফল্য মনপ্রীতদের! ৪১ বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনালে ভারত

টোকিও:  অপেক্ষার অবসান৷ অলিম্পিক্স হকিতে ইতিহাস গড়ে ৪১ বছর পর সেমিফাইনালে পৌঁছল ভারত৷ ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার সেমিফাইনালে উঠেছিল ভারতীয় পুরুষ হকি দল৷ জিতেছিল সোনার পদক৷ কিন্তু এর পর থেকে বারবার শূন্য হাতেF ফিরতে হয়েছে ভারতীয় পুরুষ হকি দলকে৷ সেই খরা কাটল টোকিও অলিম্পিক্সে৷ 

আরও পড়ুন- বিংজিয়ায়োকে স্ট্রেট গেমে হারিয়ে ওমেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জয় সিন্ধুর

রবিবার গ্রেট ব্রিটেনকে ৩-১ ব্যবধানে পরাজিত করে মনপ্রীত সিং-এর ভারত৷ এদিন শুরু থেকেই ভারতীয় খেলোয়াররা ছিলেন আক্রমণাত্মক৷ ৭ মিনিটের মাথায় অসাধারণ গোল করেন মনপ্রীত সিং৷ প্রথম কোয়ার্টারে গ্রেট ব্রিটেনকে চাপে রাখে ভারত৷ দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই ফের গোল৷ ব্রিটেনের ডিফেন্ডারদের বোকা বানিয়ে এবার গোল করেন গুরজন্ত সিং৷ তৃতীয় কোয়ার্টারে ঝাঁঝ বাড়াতে থাকে ব্রিটেন৷ ১টি গোল শোধও করে দেয় তাঁরা৷ কিন্তু চতুর্থ কোয়ার্টারে ফের ভারতের গোল৷ এবার গোল করেন হার্দিক সিং৷ তবে এদিনের জয়ে ভারতীয় গোলরক্ষক পিআর শ্রীজেশের কৃতিত্বও অনেকখানি৷ তাঁর দক্ষতার জোড়ে অনেকগুলি গোল রক্ষা করা সম্ভব হয়৷

 
সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বেলজিয়াম৷ গত বার অলিম্পিক্সে বেলজিয়ামের কাছে পরাজিত হয়েই অলিম্পিক্স থেকে ছিটকে গিয়েছিল ভারত৷ ফলে আগামী ম্যাচে মনপ্রীতদের স্ট্র্যাটেজি আরও স্ট্রং করে নামতে হবে মাঠে৷ এদিনের ম্যাচে যে ভাবে ক্ষিপ্রতা বজায় রেখেছিল ভারতীয় খেলোয়াররা সেই গতি বজায় রাখতে হবে৷ মস্কো অলিম্পিক্সের সোনালী স্মৃতি পুনরাবৃতি টোকিওতে হবে কিনা, তা সময়ই বলবে৷ তবে ভারত যে সেই লক্ষ্যেই এগোচ্ছে রবিবারের ম্যাচ তারই প্রামাণ৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =