দোহা: ফুটবল বিশ্বকাপ মানেই কোনও না কোনও চমক৷ কাতার বিশ্বকাপও ব্যতিক্রম নয়৷ মরু প্রদেশে অনুষ্ঠিত ২০২২ সালের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ‘স্টেডিয়াম ৯৭৪’। অদ্ভূত এক প্রযুক্তিতে গড়ে উঠেছে এই স্টেডিয়াম৷ আর এই স্টেডিয়াম তৈরির পিছনে প্রধান ভূমিকায় ছিলেন এক জন বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার। নাম ইন্দ্রনীল রায়চৌধুরী। কিন্তু এই স্টেডিয়ামের নাম ৯৭৪ কেন? ‘নাইন সেভেন ফোর’ নিয়ে দর্শকদের মধ্যেও কৌতুহলের অন্ত নেই৷
আরও পড়ুন- ক্রিস গেইলের সঙ্গে স্বামীজির যোগ কী ভাবে? কুর্নিশ জানাচ্ছে বিশ্ব
জানা গিয়েছে, প্রথমে এই স্টেডিয়ামের নাম ছিল রাস আবু আবুদ স্টেডিয়াম৷ পরে এর নাম পাল্টে রাখা হয় ৯৭৪৷ প্রথমত এটি কাতারের আইএসডি কোড৷ কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি অদ্ভূত রহস্য৷ কারণ, আর পাঁচটা স্টেডিয়ামের মতো এটি ইট-বালি সিমেন্টে তৈরি নয়৷ এই স্টেডিয়ামটি গড়ে উঠেছে ৯৭৪টি শিপিং কনটেনার দিয়ে৷ কাতার বিশ্বকাপের জন্যেই বিশেষ ভাবে গড়ে তোলা হয় এই স্টেডিয়াম৷
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম ৯৭৪। যা স্টিল এবং শিপিং কনটেনার দিয়ে তৈরি৷ এই স্টেডিয়াম তৈরিতে কোনও ইট বা সিমেন্ট ব্যবহার করা হয়নি৷ সাজঘর থেকে শৌচাগার, স্টেডিয়ামের ভিতর প্রত্যেকটা জিনিসই রয়েছে কনটেনারের ভিতরে৷ অত্যাধুনিক প্রযুক্তিতে নাটবল্টুর মাধ্যমে কলমগুলির সঙ্গে প্রতিটি তলে কনটেনারগুলিকে জুড়ে রাখা হয়েছে৷ এই প্রজেক্টে কনস্ট্রাকশন ম্যানেজার এবং লজিস্টিক ম্যানেজারের দ্বৈত ভূমিকা পালন করেছেন ইন্দ্রনীল৷
‘স্টেডিয়াম ৯৭৪’ পুরোটাই তৈরি হয়েছে মডিউলার স্টিল ও শিপিং কন্টেনার দিয়ে৷ এই স্টেডিয়ামটি তৈরিতে ৯৭৪টি শিপিং কন্টেনার ব্যবহার করা হয়েছে বলেই এর নাম ‘স্টেডিয়াম ৯৭৪।’ এই স্টেডিয়ামটি তৈরি করতে খুবই কম উপকরণ ব্যবহার করা হয়েছে। নির্মাণের খরচও পড়েয়েছে অনেক কম৷ এই স্টেডিয়ামের নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল ফেনউইক ইরিবারেন আর্কিটেক্টের ওপর। উল্লেখ্য, এই স্টেডিয়ামটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এখানে আলাদা করে স্টেডিয়াম ঠাণ্ডা রাখার বন্দোবস্তও করার প্রয়োজন হয়নি।
দোহা পোর্টের খুব কাছে গড়ে তোলা হয়েছে স্টেডিয়াম ৯৭৪৷ রয়েছে একসঙ্গে ৪০ হাজার দর্শকের বসার জায়গা৷ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ৬টি এবং শেষ-১৬-র একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশেষ স্টেডিয়ামে।
বিশ্বকাপের আসর শেষ হলেই ভেঙে ফেলা হবে স্টেডিয়াম ৯৭৪৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই স্টেডিয়ামে ব্যবহৃত কন্টেনারগুলি পুনরায় ব্যবহার করা যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>