ইজরায়েলের উপর ক্ষেপনাস্ত্র হামলা ইরানের, ‘মূল্য চোকাতে হবে’, হুঙ্কার নেতানিয়াহুর | Iran missile attack on Israel

Iran missile attack on Israel কলকাতা: ইজরায়েলে মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন জ্বলতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে৷ মঙ্গলবার ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতেই সারা দেশে সাইরেন বেজে…

Iran missile attack on Israel

Iran missile attack on Israel

কলকাতা: ইজরায়েলে মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন জ্বলতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে৷ মঙ্গলবার ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতেই সারা দেশে সাইরেন বেজে ওঠে৷ বিপদের আঁচ পেয়েই নাগরিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান। ইরানের তরফে জানানো হয়েছে, গার্ডস কমান্ডার ও অন্যান্য নেতাদের হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা৷ এদিকে, ইরানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুঙ্কারের সুরে জানিয়েছেন, ‘ইরানকে এই ভুলের ফল ভুগতে হবে।’ (Iran missile attack on Israel)

২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Iran missile attack on Israel

এই হুঁশিয়ারি আসার পরই ইরানের গার্ডস সতর্ক করে বলেছেন যে, যদি ইজরায়েল হামলার জবাব দেয়, তবে তা ধ্বংসাত্মক হবে৷

ইসরায়েলি সামরিক বাহিনী আগেই সতর্ক করে বলেছিল, ইরান যে কোনও সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে৷ জনগণ যেন নিরাপদ স্থানে আশ্রয় নেয়৷ মঙ্গলবার ইরান ইসরায়েলের উপর ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে৷ যার মধ্যে হাইপারসোনিক অস্ত্রও ছিল৷ এর পরই মধ্য প্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়।

 

ইজরায়েলের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, অন্তত ১৮১ টি মিসাইল ছুঁড়েছে ইরান৷ যার বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে তেল আভিবের কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আঘাতে কিছু মানুষও আহত হয়েছেন।

আরও পড়ুন-

নাসারাল্লাহকে যেভাবে খতম করল ইসরাইল! 

আজ আন্তর্জাতিক কফি দিবস, জানুন এর ঐতিহ্য-ইতিহাস

 

World: Iran’s missile attack on Israel ignites Middle East tensions. Sirens blare as citizens seek shelter. Iran vows revenge for commanders’ deaths. Israel’s PM Netanyahu warns of consequences. 200 missiles, including hypersonic, launched. Casualties reported.