‘ভাইজান’ ইউসুফের হয়ে ভোট ময়দানে ইরফান, বৃহস্পতিবার বহরমপুর দেখবে পাঠান ব্রাদার্সের রোড-শো

‘ভাইজান’ ইউসুফের হয়ে ভোট ময়দানে ইরফান, বৃহস্পতিবার বহরমপুর দেখবে পাঠান ব্রাদার্সের রোড-শো

imagesmissing

বহরমপুর: বহরমপুর জমজমাট৷ এই কেন্দ্রে একদিকে রয়েছেন কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে লড়ছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান৷ ইতিমধ্যেই বহরমপুরের তৃণমূল কর্মীদের কাছে তিনি হয়ে উঠেছেন ‘ভাইজান’। এবার তাঁর সমর্থনে ভোট ময়দানে নামতে চলেছেন তাঁর আপন ‘ভাইজান’ তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। প্রচারের শেষ লগ্নে ইউসুফের সমর্থনে বহরমপুরে আসছেন ইরফান৷ 

আগামী বৃহস্পতিবার রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় দাদাকে সঙ্গে নিয়ে রোড-শো করবেন ইরফান। আগামী ১৩ মে চতুর্থদফা ভোট৷ ওই দিন ভোট রয়েছে বহরমপুরে। ১১ তারিখ প্রচার শেষের আগে দুই পাঠান ভাইকে নিয়ে রোড-শোয়ে প্রচারের ঝড় তুলতে চাইছে তৃণমূল। তার আগে বুধবার ইরফানের সমর্থনে বহরমপুরে প্রচারে সারবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *