সাফল্যের নতুন অধ্যায়, পৃথিবীর কক্ষপথে ৩টি কৃত্রিম উপগ্রহ পাঠাল ইসরো

সাফল্যের নতুন অধ্যায়, পৃথিবীর কক্ষপথে ৩টি কৃত্রিম উপগ্রহ পাঠাল ইসরো

নয়াদিল্লি: ইসরোর মুকুটে জুড়ল সাফল্যের নয়া পালক। বছরের শুরুতেই মহাকাশে তিনটি কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত৷ সোমবার সকালে ৩টি উপগ্রহের সফল উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছে তাদের৷ 

আরও পড়ুন- ‘রাহুলের জন্য জীবন দিতে পারি’, হঠাৎ কেন এমন বললেন প্রিয়াঙ্কা

আজ সকাল ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেয় ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV-C52 রকেট। পরিকল্পনা মাফিক পৃথিবীর কক্ষপথে তিনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে পিএসএলভি। এরমধ্যে রয়েছে ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ‘ইওএস-০৪’। এই উপগ্রহটির ওজন প্রায় ১ হাজার ৭০০ কিলোগ্রাম৷  কৃষি, সবুজায়ন, মাটির আর্দ্রতা, জলের অনুসন্ধান এবং বন্যার রূপরেখা নিয়ন্ত্রণে মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে এই কৃত্রিম উপগ্রহটি। যা বিজ্ঞানীদের কাজে সাহায্য করবে৷ 

এছাড়াও পিএসএলভি পৃথিবীর কক্ষপথ নিয়ে গিয়েছে ইনস্পায়ারস্যাট-১’ (INSPIRE-1) এবং ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি টেকনোলজি ডেমনস্ট্রেটর স্যাটেলাইট ‘আইএনএস-২বি’(INS-2B)-কে৷ এই দুটি কৃত্রিম উপগ্রহ আকারে অপেক্ষাকৃত ছোট। এই দুই কৃত্রিম উপগ্রহের কাজ হবে আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রা নিয়ে গবেষণা চালানো৷ 

‘ইনস্পায়ারস্যাট-১’ উপগ্রহটি তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পড়ুয়ারা। ইউনিভার্সিটি অফ কলোরাডো, বোল্ডারের ল্যাবরেটরি অফ অ্যাটমোস্ফিয়ারিক অ্যান্ড স্পেস ফিজিক্স, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটির যৌথ সহযগিতায় এই স্যাটেলাইন বা কৃত্রিম উপগ্রহটি তৈরি করা হয়েছে। এটির ওজন ৮.১ কেজি৷ 

আইএনএস-২বি উপগ্রহটি তৈরি হয়েছে ভারত ও প্রতিবেশী দেশ ভুটানের যৌথ উদ্যোগে৷ এর মধ্যে বসানো হয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা৷ এর সাহায্যে ভূপৃষ্ঠের উপরিতলের তাপমাত্রা, জলমণ্ডলের তাপমাত্রার ওঠাপড়া, কৃষিকাজ এবং সবুজায়নের উপযুক্ত পরিবেশ এবং তাপের নিস্ক্রিয়তা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =