মহাকাশে স্পেস স্টেশন তৈরি করবে ইসরো, কবে পাড়ি? জানালেন এস সোমনাথ

মহাকাশে স্পেস স্টেশন তৈরি করবে ইসরো, কবে পাড়ি? জানালেন এস সোমনাথ

কলকাতা: আরও এক লক্ষ্য পূরণে পা বাড়ল ইসরো৷ রাশিয়া, আমেরিকা এবং চিনের পর মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা৷ এই কাজে সফল হলে মহাকাশে স্পেশ স্টেশন গড়ে তোলার ক্ষেত্রে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হবে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করে ফেলবে ইসরো হবে। প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। এই স্পেস স্টেশনটিকে নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। এর নাম হবে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’। স্পেস স্টেশনের ভিতরে দুই থেকে চার জন নভশ্চর থাকতে পারবেন বলেও জানিয়েছেন এস সোমনাথ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 13 =