চাঁদ-সূর্য জয়ের পর নয়া লক্ষ্যে ইসরো! এবার গন্তব্য কোথায়?

ISRO Venus Orbiter Mission নয়াদিল্লি: চাঁদ-সূর্যের দেশ ঘুরে এবার শুক্রের দরজায় কড়া নাড়তে চলেছে ইসরো৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট চারটি মহাকাশ প্রকল্পের অনুমোদন দিয়েছে। যার মধ্যে…

ISRO Venus Orbiter Mission

ISRO Venus Orbiter Mission

নয়াদিল্লি: চাঁদ-সূর্যের দেশ ঘুরে এবার শুক্রের দরজায় কড়া নাড়তে চলেছে ইসরো৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট চারটি মহাকাশ প্রকল্পের অনুমোদন দিয়েছে। যার মধ্যে অন্যতম হল শুক্র মিশন। যার নাম ভেনাস অরবিটার মিশন (ভিওএম)। ২০২৮ সালের মার্চ মাসের মধ্যে এই মিশন শুরু করার লক্ষ্য নিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)৷ কিন্তু শুক্রে যেতে খরচ কত?

 

খরচ কত? ISRO Venus Orbiter Mission

 

ভেনাস অরবিটার মিশন-এর জন্য খরচ হবে ১২৩৬ কোটি টাকা৷ তার মধ্যে শুধুমাত্র ৮২৪ কোটি টাকা ব্যয় করা হবে মহাকাশযানের জন্য। তারপরে তৈরি করা হবে ভেনাস অরবিটার৷

 

ভেনাস অরবিটার মিশন কী? ISRO Venus Orbiter Mission

এই মিশনের মাধ্যমে শুক্রের কক্ষপথে একটি মহাকাশযান পাঠাবে ইসরো৷ সেই কক্ষপথ থেকেই শুক্রের গতিবিধির উপর নজর রাখবে মহাকাশযান৷ সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের বায়ুমণ্ডল বোঝার চেষ্টা করবে হবে।

আরও পড়ুন-

রাতের আকাশে দুটি চাঁদ কোথা থেকে এল চাঁদের দোসর? 

পৃথিবী ধ্বংস হতে আর কত ঘণ্টা বাকি?

মঙ্গলে হাসিমুখে এটা কী? লাল গ্রহে লুকিয়ে কোন রহস্য?

 

Science: ISRO’s Venus Orbiter Mission (VOM) aims to explore Venus by 2028. With a budget of ₹1236 crore, this mission will study Venus’s atmosphere and orbit. Learn about the mission’s objectives, costs, and significance for India’s space exploration.