জঙ্গিদের সঙ্গে সমঝোতা করে চলে মমতার সরকার! মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে নিশানা নাড্ডার

জঙ্গিদের সঙ্গে সমঝোতা করে চলে মমতার সরকার! মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে নিশানা নাড্ডার

imagesmissing

কলকাতা: লোকসভার ভোট প্রচারে মুর্শিদাবাদে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ তপ্ত দুপুরে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে এবার অভিযোগ আনলেন রাজ্য সরকারের বিরুদ্ধে৷ তাঁর কথায়, জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলা। জঙ্গিদের সঙ্গে আপোস করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ নাড্ডা সোজাসাপটা বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্ত্রাসবাদীদের সঙ্গে আপোস করে চলে।’’

নাড্ডা আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার বদনাম করেছে। আমরা শক্তিশালী সরকার গড়তে চাই। এখানে তুষ্টিকরণের রাজনীতি করা হচ্ছে। ভেদাভেদ চলছে। জঙ্গীদের সহানুভূতি দেখানো হচ্ছে।’’ সেই সঙ্গে তাঁর গলার শোনা যায় মোজী স্তুতি৷ তিনি বলেন, ‘‘পাকিস্তান আমাদের উপর যখন হামলা চালিয়েছিল, তখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সার্জিকাল স্ট্রাইক করে। মোদী সরকার আতঙ্কবাদীদের ঘরে ঢুকে মারার ক্ষমতা রাখে। ইউপিএ জমানায় কাশ্মীরে থাকা জঙ্গিদের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নিমন্ত্রণ করা হত। এটাই ছিল মজবুত সরকারের নমুনা।’’

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *