জম্মু-কাশ্মীর নির্বাচনে বিজেপির ক্ষমতা দখল কঠিন কেন? Jammu Kashmir Assembly Elections

Jammu Kashmir Assembly Elections শ্রীনগর: জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু সেই কাজটা বিজেপির পক্ষে শুধু কঠিন নয়, কার্যত অসম্ভব বলাই…

Jammu Kashmir Assembly Elections

Jammu Kashmir Assembly Elections

শ্রীনগর: জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু সেই কাজটা বিজেপির পক্ষে শুধু কঠিন নয়, কার্যত অসম্ভব বলাই যায়। জম্মু-কাশ্মীর  বিধানসভায় ৯০টি আসন রয়েছে। এর মধ্যে জম্মুতে ৪৩ ও কাশ্মীরে ৪৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে। (Jammu Kashmir Assembly Elections)

কাশ্মীরে ৯৮ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ

জম্মু-কাশ্মীরের ম্যাজিক সংখ্যা ৪৬। ঘটনা হল জম্মুতে হিন্দুদের আধিক্য বেশি। অন্যদিকে কাশ্মীরে ৯৮ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাই কাশ্মীর থেকে একটি আসনেও বিজেপি জিততে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। কিন্তু তাহলে তো আর সরকার গঠনের জায়গায় যেতে পারবে না বিজেপি। সেই জায়গায় হিন্দু অধ্যুষিত জম্মুর ৪৩ টি আসনেই জয় নিশ্চিত করতে সেভাবেই প্রচার চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের প্রথম দফা নির্বাচন হতে চলেছে।

Jammu Kashmir Assembly Elections
Elections

 

BJP election campaign

ঘটনা হল লোকসভা নির্বাচনে জম্মুর দুটি আসনেই বিজেপি বড় ব্যবধানে জিতেছে। কিন্তু তা সত্ত্বেও লোকসভার ফলাফলের ভিত্তিতে বিজেপি এগিয়ে রয়েছে ২৯টি আসনে। বিজেপি যে বিধানসভা কেন্দ্রগুলিতে এগিয়ে রয়েছে তার সবকটি জম্মুর মধ্যে রয়েছে। সেখানে জম্মু-কাশ্মীর মিলিয়ে ন্যাশনাল কনফারেন্স ৩৬, কংগ্রেস ৭ ও অন্যান্যরা ১৮ টি আসনে এগিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে দেখে লোকসভা নির্বাচন হয়েছে। তা সত্ত্বেও জম্মুর প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে থাকতে পারেনি। তাই লোকসভার ফল অনুযায়ী এটা বলা যেতে পারে বিজেপি জম্মুতে ৩০টির বেশি আসনে হয়ত জিততে পারবে না। আর সংখ্যালঘু অধ্যুষিত কাশ্মীরে বিজেপির একটি আসনেও জেতার সম্ভাবনা নেই বলে রাজনৈতিক মহল মনে করে। সেই জায়গায় চলতি নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের মধ্যে জোট হয়েছে। তাই তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা বিজেপির থেকে অনেকটাই বেশি।

Jammu Kashmir Assembly Elections
vote

আশাবাদী গেরুয়া শিবির (BJP)

বিজেপি যদি জম্মুর ৪৩টি আসনেই জয় পায় তাহলে ম্যাজিক সংখ্যা থেকে মাত্র তিনটি আসন দূরে থাকবে তারা। সেক্ষেত্রে কাশ্মীর অঞ্চল থেকে একাধিক নির্দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির। অতীতে পিডিপি’কে সঙ্গে নিয়ে জম্মু-কাশ্মীরে সরকার গড়েছিল বিজেপি। কিন্তু এবার কোনও তথাকথিত নামী দল নয়, ছোট দল বা নির্দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চায় গেরুয়া শিবির। সেভাবেই ছক কষছে বিজেপি। বিজেপির আশা প্রবল হিন্দুত্বের হাওয়া তুলে জম্মুতে তারা ‘স্যুইপ’ করবে।

BJP vs Congress

কিন্তু কাশ্মীর থেকে তারা একটি আসনও পাবে না বলে রাজনৈতিক মহল মনে করে। তাই হিন্দু প্রধান জম্মু, যেখানকার বহু অঞ্চলে ৯০ শতাংশের বেশি হিন্দুরা রয়েছেন, তাতে ভর করেই সরকার গঠনের স্বপ্ন দেখছে পদ্ম শিবির। কিন্তু লোকসভার ফলাফল সেই ইঙ্গিত দিচ্ছে না। তাই একা লড়াই করে বিজেপি জম্মু-কাশ্মীরে ক্ষমতা দখল করতে পারে কিনা তা বোঝা যাবে ৮ অক্টোবর ফলাফল প্রকাশের দিনেই।

আরও পড়ুন-

কেজরিওয়াল যে সাহস দেখাচ্ছেন তা কী দেখাতে পারবেন মমতা?

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী স্মৃতি ইরানি?

ধর্ষণ-খুনের মামলায় ধৃত সন্দীপ ও অপসারিত ওসি

সন্দীপের আরও সম্পত্তির খোঁজ মিলল,

Politics: BJP aims to win the Jammu and Kashmir Assembly elections, but faces significant challenges. With 90 seats, including 43 in Jammu and 47 in Kashmir, BJP’s path to power is tough. The first phase of elections starts on September 18