১১ লক্ষ টাকা দিয়ে হাতে এল ভুয়ো নিয়োগপত্র! টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ির সামনে ধরনা

১১ লক্ষ টাকা দিয়ে হাতে এল ভুয়ো নিয়োগপত্র! টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ির সামনে ধরনা

রায়গঞ্জ: লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তাঁরা৷ কিন্তু টাকার বিনিময়ে হাতে আসে ভুয়ো নিয়োগপত্র৷ চাকরি না পেয়ে টাকা ফেরতের দাবিতে এবার তৃণমূল নেতার বাড়ির সামনে ধরনায় বসলেন প্রতারিত প্রার্থীরা।

প্রশিক্ষণ নিতে গেলে ওই তাঁরা জানতে পারেন তাঁদের নিয়োগপত্র ভুয়ো। এদিকে চাকরির জন্য মাথাপিছু ১১ লক্ষ টাকা তৃণমূল নেতার হাতে আগেই পৌঁছে দিয়েছেন তাঁরা৷ এবার সেই টাকা ফেরত চেয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবাড়ি (২) এর মেরুয়াল এলাকায় ধরনায় বসলেন চাকরিপ্রার্থীরা।

অভিযোগ, কৃষি দফতরের গ্রুপ সি কিংবা গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু’ বছর আগে কমলবাড়ি (২) পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম ঘোষের বাড়িতে গিয়ে মাথা পিছু ১১ লক্ষ টাকা জমা দিয়ে এসেছিলেন তাঁরা। টাকা দেওয়ার সময় উত্তমের বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর ভাগনা মিঠুন ঘোষ ও দাদা অনিল ঘোষ৷ অনিল আবার হেমতাবাদ স্কুলের প্রাক্তন শিক্ষক৷ টাকা নেওয়ার পর প্রশিক্ষণের নাম করে তাঁদের কলকাতায় কৃষি ভবনে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পর হাতে নিয়োগপত্রও পৌঁছয়। কিন্তু, তাঁরা পরে যখন কৃষি দফতরে গিয়ে কাজে যোগদান করতে যায়, তখন জানতে পারেন তাঁদের নিয়োগপত্রই ভুয়ো। এমনকী, প্রশিক্ষণটাও ভুয়ো ছিল।