পঞ্চায়েত ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি, কমিশনের সামনে ধর্নায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চ

পঞ্চায়েত ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি, কমিশনের সামনে ধর্নায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চ

 কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ সোমবারের মধ্যেই রাজ্যে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর কথা। বাকি বাহিনী নিয়ে অবশ্য সংশয় রয়েছে৷ তবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেলেও তারা বুথে থাকবে কি না, সে বিষয়টা এখনও স্পষ্ট নয়। নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে,  সেখানে এ বিষয়টি স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে রাজ্য নির্বাচন কমিশনের অন্দরে। এরই মধ্যে পঞ্চায়েত ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্নায় বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ প্রকাশিত এক বিবৃতিতে এই কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ৪ জুলাই দুপুর ১টা থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতবের বাইরে লাগাতার অবস্থান-বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে। যৌথ মঞ্চের বক্তব্য, এই নির্বাচনে অংশগ্রহণকারী সরকারি কর্মচারী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক ও শিক্ষা কর্মী-সহ অন্যান্য সকল সরকারি কর্মচারীকে ভোটের কাজে অংশ নিতে হবে। যে সব ভোট কর্মী দায়িত্ব পালন করবেন এবং যাঁরা ভোট দিতে আসবেন, তাঁদের সকলেরই নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ কিন্তু নির্বাচন কমিশন এখনও স্পষ্টভাবে জানায়নি প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা৷ ফলে উদ্বেগে রয়েছেন ভোট কর্মীরা৷ তাই বাধ্য হয়েই এই কর্মসূচি নিচ্ছেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =